এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৪ ডিসেম্বর : স্টুডেন্ট ভিসায় মহারাষ্ট্রে এসে দুই হিন্দু কিশোরকে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে গ্রেফতার হল উত্তর আফ্রিকার ইসলামি রাষ্ট্র সুদানের এক কট্টরপন্থী মুসলিম যুবক । ওই দুই হিন্দু কিশোর দশম শ্রেণীর ছাত্র । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,ওসামা আলী ইউসুফ আহমেদ নামে ২৩ বছরের ওই যুবক মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজি নগরে বসবাস করছিল । হাডকোর শিব ছত্রপতিনগর এলাকার বাসিন্দা ১৫ বছরের এক হিন্দু কিশোর ২১ ডিসেম্বর রাত ৯ টার দিকে রাতের খাবার খেয়ে হাঁটতে বের হয়েছিল । তখন তার এক বন্ধুর সাথে দেখা হয় । দু’জনে গল্প করতে করতে রাস্তায় হাঁটছিল । সেই সময় ওসামা পাশের বাড়ির গ্যালারি থেকে তাদের ওপরে ডাকে । দুই হিন্দু কিশোর তার ঘরে ঢুকলে ওসামা ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় ।
অভিযোগ, ওসামা আলী তাদের সামনে বসতে বাধ্য করে এবং সে একটি কাগজে কিছু লিখতে শুরু করে । তারপর সেই কাগজ পুড়িয়ে দুই হিন্দু কিশোরের মুখে ধোঁয়া ছাড়ছিল এবং তাদেরকে ইসলামের কথা বলে কোরানের কোনো উদ্ধৃতি দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা শুরু করে ওসামা আলী । দুই হিন্দু কিশোর ইসলামি শব্দ বলতে অস্বীকার করলে জোর করতে শুরু করে ওসামা এবং সে দুই কিশোরের অনড় মনোভাব দেখে তাদের দিকে ঘরের জিনিসপত্র ছুড়ে তাদের প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ । ভয় পেয়ে দুই হিন্দু কিশোর সেখান থেকে কোনো রকমে সেখান থেকে পালিয়ে এসে পরিবারের লোকজনদের ঘটনার কথা জানায় । এরপর পরিবারের পক্ষ থেকে সিটি চক থানায় অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ওসামা আলী ইউসুফ আহমেদকে গ্রেফতার করে পুলিশ ।।