এইদিন ওয়েবডেস্ক,জুলাই,খার্তুম(সুদান),১৭ জুলাই : ব্যভিচারের অভিযোগে ইসলামি আইন মোতাবেক তরুনীকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল সুদানের দক্ষিণাঞ্চলে একটি আদালত । চলতি বছরের জুন মাসের ২৬ তারিখে হোয়াইট নীল রাজ্যের (White Nile State) কোস্টি ফৌজদারি আদালত (Kosti Criminal Court) বছর কুড়ির তরুনী মরিয়ম আলসাইদ তিয়রাবকে (Maryam Alsyed Tiyrab) ব্যভিচারের শাস্তি স্বরূপ পাথর ছুঁড়ে হত্যার শাস্তি দিয়েছে । শনিবার বিষয়টি প্রকাশ্যে এনেছে সুদানের একটি মানবাধিকার সংগঠন ।
তবে আফ্রিকান সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিস স্টাডিজ (ACJPS) অনুসারে,সাজা এখনও হাইকোর্ট অনুমোদন করেনি । এসিজেপিএস জানিয়েছে, এই সাজাটি আন্তর্জাতিক মানবধিকার লঙ্ঘন করেছে। তারা সুদানী কর্তৃপক্ষকে এই নির্দেশটি বাতিল করে তিয়রাবকে নিঃশর্ত মুক্তি এবং ন্যায্য বিচার পাওয়ার অধিকার দেওয়ার জন্য দাবি জানিয়েছে ।
সুদানের বিচারব্যবস্থা ইসলামি শরিয়াহ মোতাবেক পরিচালিত হয় । ১৯৯১ সালের ২০ জানুয়ারি থেকে পুরো উত্তরাঞ্চলে শরিয়াহ আইন চালু করা হয় । তবে চুক্তি অনুসারে দক্ষিণাঞ্চলে এ ব্যবস্থা চালু হয়নি । তা সত্ত্বেও দক্ষিণাঞ্চলে ২০১৯ সালের সাংবিধানিক ঘোষণায় হুদুদ অপরাধ (Hudud crimes) ও মৃত্যুদণ্ড বাতিল করেনি ।
প্রসঙ্গত,হুদুদ অর্থে ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ । হুদুদের শাস্তি যোগ্য অপরাধগুলি হল,ধর্মত্যাগ, চুরি, রাজপথে ডাকাতি, ব্যভিচার, অপবাদ এবং মদ্যপান প্রভৃতি । আর এর শাস্তি স্বরূপ হাত ও পা কেটে ফেলা, বেত্রাঘাত এবং এমনকি মৃত্যুদন্ড পর্যন্ত দেওয়া হয় । প্রাক্তন সরকার কর্তৃক সুদানে ইসলামী দণ্ডবিধির বাস্তবায়নের কারনে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলির সমালোচনার সম্মুখীন হয়েছে ।।