এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ জুলাই : চলতি বছরের লোকসভা ভোটে অন্তত ৫০ লাখ এবং ৪ বিধানসভার উপনির্বাচনে কমপক্ষে ২ লাখ হিন্দুকে ভোট দিতে দেওয়ানি বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি জানিয়েছিলেন যে সেই সমস্ত ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য একটা পোর্টাল চালু করবেন। অবশেষে সেই পোর্টাল চালু করলেন শুভেন্দু অধিকারী ।
পোর্টালের লিঙ্কসহ এই খবর জানিয়ে শুভেন্দু অধিকারী টুইট করেছেন,’গতকাল আমি একটি পোর্টাল চালু করার কথা বলেছিলাম, যেখানে পশ্চিমবঙ্গের ভোটাররা যারা শাসক দল তৃণমূলের অত্যাচারের কারণে পশ্চিমবঙ্গে ২০২৪ এর লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত ৪ টি বিধানসভা উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি তারা নিজেদের তথ্য সহ অভিজ্ঞতা নথিভুক্ত করতে পারবেন এবং সেখানে নথিভুক্ত ভোটারের পরিচয় সহ যাবতীয় তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা অবলম্বন করা হবে। প্রতিশ্রুতি মতো নিচে পোর্টালের লিঙ্কটি আমি দিলাম। সকল গণতন্ত্রপ্রিয় পশ্চিমবঙ্গের গণ দেবতার কাছে রাজ্যের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার এই লড়াইয়ে সামিল হবার আহ্বান জানাচ্ছি। পোর্টালের লিঙ্ক :-(https://savedemocracywb.com)।
সোমবার কলকাতায় সংবাদ সংস্থা এ এন আইকে শুভেন্দু অধিকারী বলেন,’পশ্চিমবঙ্গে গনতন্ত্র শেষ । বহু হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি । লোকসভায় কমপক্ষে ৫০ লাখ,আর যে চারটি উপনির্বাচন হল সেখানে ২ লাখের অধিক হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি । আমি পোর্টাল চালু করছি । যারা ভোট দিতে পারেনি তারা নাম নথিভুক্ত করুন । পুরো গোপনীয়তা বজায় থাকবে ৷ আমি আইনি লড়াইও শুরু করব ।’।