এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ নভেম্বর : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুক্রবার রাতে হেয়ার স্ট্রিট থানায় মেল করে তিনি এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে । সরাসরি মমতা ব্যানার্জির নাম করে এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় বৈঠকে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন মমতা ব্যানার্জি । তিনি জেলবন্দি অনুব্রত মণ্ডল,পার্থ চ্যাটার্জি ও জ্যোতিপ্রিয় মল্লিকে পাশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন,’আজ আমাদের অনেকে জেলে। এনিয়ে নিয়ে খুব হাসছেন ? পার্থ, মাণিক, বালু জেলে। যখন আপনারা থাকবেন না। তখন কোথায় থাকবেন ? সেলে না কোলে?’ আমাদের ৪ জনকে জেলে ঢুকিয়েছে, আমি ৮ জনকে ঢোকাব। যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, প্রত্যেককে জেলে ঢোকাব।’
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি এফআইআর করবেন । শুক্রবার রাতে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে সেই এফআইআরের কপি পোস্ট করেছেন শুভেন্দু । সেই সাথে তিনি লিখেছেন,’আমি হেয়ার স্ট্রিট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আমার অভিযোগ ইমেল করেছি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গতকাল যে মন্তব্য করেছেন তার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য তাকে অনুরোধ করেছি। তিনি হুমকি দিয়েছিলেন, আমাদের (বিজেপি) আটজনকে গ্রেপ্তার করার জন্য তার দলের পক্ষ থেকে শপথ নিচ্ছেন ।যেহেতু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হেয়ার স্ট্রিট থানার আওতাধীন, তাই আমি আমার অভিযোগ সংশ্লিষ্ট পুলিশ স্টেশন কর্তৃপক্ষকে ইমেল করেছি৷ আমি আশা করি পুলিশ তার বিরুদ্ধে প্রশাসনিক কর্তৃত্ব অপব্যবহারের ভয় দেখানোর জন্য যথাযথ ব্যবস্থা নেবে।’
তিনি আরও লিখেছেন,’যদি পুলিশ এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করে, আমি ৭২ ঘন্টা অপেক্ষা করব এবং তারপরে অভিযোগটি আমলে নেওয়ার অনুরোধ জানিয়ে এসিজেএম আদালতের কাছে যাব ।’।