এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ আগস্ট : রাজ্যে লাগাতার আলুর দামবৃদ্ধির মধ্যে বাজারে জোগান বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে আনতে ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সীমানায় আলু বোঝাই গাড়ি আটকে দিচ্ছে রাজ্য পুলিশ। আর এতে চরম ক্ষিপ্ত হয়েছে রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীরা । সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি । বুধবার কোচবিহারের আলু চাষি ও ব্যবসায়ীরা আলুর ন্যায্য মূল্য এবং সারের কালোবাজারি রুখতে সরকারি পদক্ষেপের দাবিতে আন্দোলনে নামে । কোচবিহার শহরের রাশ মেলা মাঠে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দফতরে যায় এবং একটা স্মারকলিপি জমা দিয়ে আসেন আন্দোলনকারীরা ।
এদিকে চাষিদের দাবিকে ন্যায্যতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন, ‘রাজ্যের আলু চাষি ও ব্যবসায়ীদের উপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার’ । তিনি নিজের এক্স হ্যান্ডেলে টুইট করেছেন,’রাজ্য জুড়ে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর রাজ্য সরকার দমন পীড়ন নীতি অবলম্বন করছে, বিশেষ করে রাজ্যের সঙ্গে ওড়িশা ও অসমের সীমান্তবর্তী এলাকায়। আজ কোচবিহারে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি তারই প্রতিফলন। এক দিকে সারের কালোবাজারির জন্য আলু চাষিরা জেরবার হচ্ছে, সেই ব্যাপারে রাজ্য সরকারের কোনও সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না, অথচ বিভিন্ন সময়ে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর খবরদারী ফলাতে গিয়ে তাঁদেরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। বিরোধী দলনেতা আলু চাষি ও ব্যবসায়ীদের সমস্ত ন্যায্য অধিকার ও দাবি দাওয়ার পক্ষে। অবিলম্বে রাজ্য সরকারি আধিকারিকগণ এঁদের সাথে সমন্বয় স্থাপন করে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ গ্রহণ করুন।’
আসলে, পশ্চিমবঙ্গে হঠাৎ করে খোলা বাজারে আলুর দাম বেড়ে যায় । এনিয়ে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বুধবার নবান্নে জরুরি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব । বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দফতরের সচিব, জেলাশাসক ও পুলিশকর্তারা । বাজারে জোগান বাড়িয়ে আলুর দাম কমানোর লক্ষ্যে রাজ্য সরকারের মালিকানাধীন হিমঘরের ২০ শতাংশ আলু বাজারে আনার সিদ্ধান্ত হয় বলে জানা গেছে । প্রয়োজন হলে, রাজ্য সরকার ২৬ টাকা কিলো দরে আলু কিনে সুফল বাংলা বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আলু বিক্রি করবে। পাশাপাশি ভিনরাজ্যে আলু পাঠানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয় । তারই প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। উদ্ভুত পরিস্থিতির সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা । এদিকে এই আন্দোলনের জেরে রাজ্যে ফের আলুর দাম বাড়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে ।।