এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ ডিসেম্বর : কলকাতার ধর্মতলায় অমিত শাহের সভা ঘিরে বিধানসভা ভবনের সামনে বিজেপি – তৃণমূলের মধ্যে ধুন্ধুমার কান্ড বেধে যায় । একদিকে দলীয় বিধায়কদের সাথে বিধানসভা ভবনের গেটে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরা একশ দিনের কাজের বকেয়া টাকা দেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে শ্লোগান দেয় । কিছুটা পাশেই দলীয় বিধায়কদের সাথে নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্লোগান তোলেন,’চোর….চোর…..মমতা চোর ।’
এবারে মমতা ব্যানার্জিকে নিয়ে একটি ব্যাঙ্গাত্মক কবিতা লিখেছেন শুভেন্দু অধিকারী । আজ শুক্রবার নিজের ফেসবুক পেজে পোস্ট করা ওই কবিতায় তিনি লিখেছেন :
‘সাদা_কালো
আমি পরবো সাদা, বাকিদের পরাবো কালো,
ধরা পড়লে ওরা চোর, আমি কিন্তু রইবো ভালো।
শিল্পী আমি; রঙের তুলি টানি, লিখি কবিতা গল্প,
শিল্প সম্মেলনে MOU স্বাক্ষর করলেও বিনিয়োগ আসেনা স্বল্প !
চোরের মায়ের বড় গলা, ফাঁদি প্রতিহিংসার তত্ত্ব,
চুরি দুর্নীতিতে জড়িয়ে গোটা দল, আমি ক্ষমতায় মত্ত।
যদি ভাঙে মানুষের ধৈর্যের বাঁধ, গণতন্ত্রের বেত মারবে সপাং,
এর তার ঘাড়ে দোষ ঠেলে দিয়ে, পিসি-ভাইপো খুঁজবো পালাবার পথ; এপাং ওপাং ঝপাং !’
কবিতার সাথে তিনি একটি ছবিও পোস্ট করেছেন। এডিটেড ছবিতে মমতা ব্যানার্জির হাতে দেখা গেছে,
‘রানী MOU মাছি’ পোস্টার । অনান্যদের হাতে থাকা পোস্টারে লেখা, ‘আমরা সবাই চোর’ ।।