এইদিন ওয়েবডেস্ক,কাঁথি(পূর্ব মেদিনীপুর),২২ অক্টোবর : বিশ্বের সমস্ত সনাতনীদের মহাষ্টমীর শুভেচ্ছা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ রবিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রত্যয়ী ক্লাবে পবিত্র মহাষ্টমীর পূজার সময় দেবীকে প্রনাম নিবেদন করতে গিয়েছিলেন শুভেন্দু । দেবীর চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের পর আরতিও করেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’আজ মহাষ্টমীর দিন বিশ্বের সমস্ত সনাতনীদের মহাষ্টমীর শুভেচ্ছা । সেই সঙ্গে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে শুভশক্তির উদয় ঘটানোর জন্য দেবীর কাছে প্রার্থনা করি । এর আগে এদিন সকালে কাঁথির নান্দনিক ক্লাবের মহাগৌরীর পূজানুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী । সেখানেও দেবীকে ফুল নিবেদনের পাশাপাশি আরতি করেন । পরে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন,’মা মহামায়ার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, সকল গ্লানি, দুঃখ, কষ্টের নাশ হোক। সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক। মা সকলের মঙ্গল করুন। জয় মা মহাগৌরী ।’
প্রসঙ্গত,এবারের দূর্গাপূজোয় আশ্চর্যরকমভাবে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে । দিন পাঁচেক আগে ভার্চুয়ালি দুর্গাপূজার উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কোনো পূজামণ্ডপে দেখা যায়নি । মুখ্যমন্ত্রীর ভাইপোকেও তেমনভাবে পূজো প্যান্ডেল মুখি হতে দেখা যায়নি । এমনকি রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল বিধায়ক ও নেতাদের পর্যন্ত দূর্গাপূজো উদ্বোধন অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার প্রবনতা লক্ষ্য করা গেছে । ফলে তৃণমূলের শারদোৎসব বিমুখতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে । অন্যদিকে শুভেন্দু অধিকারী,সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষসহ বিজেপি নেতাদের একচেটিয়া পূজো উদ্বোধন করতে দেখা যায় ।।