এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জানুয়ারী : রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার(ডিজি) ও কলকাতা পুলিশ কমিশনার (সিপি) মনোজ ভার্মা’র বিরুদ্ধে কয়লা পাচার মামলায় অভিযুক্তদের বাঁচানোর অভিযোগ তুলে রাজ্যের দুই শীর্ষ পুলিশ কর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কলকাতায় বিশাল মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কলকাতার যাদবপুর ৮-বি বাস স্ট্যান্ড থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত এই মিছিল হয় । বিজেপির নেতাকর্মীদের হাতে ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি দেওয়া এবং “চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি” লেখা পোস্টার । শুভেন্দু ধরে ছিলেন, “জেনে গেছে জনতা ফাইল চোর মমতা” লেখা পোস্টার ।
মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু লিখেছেন,”I-PAC এর চোরেদের বাঁচানো পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা’র বিরুদ্ধে আইনত শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল৷”
প্রসঙ্গত,কয়লা পাচার মামলায় কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির অভিযানকে ঘিরে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে সম্মুখ সমরে নেমে পড়েন মমতা ব্যানার্জি । ইডি অভিযান শুরু করতেই কলকাতা পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার (সিপি) মনোজ ভার্মাকে সাথে নিয়ে হানা দেন মমতা ৷ সেখান থেকে তারা প্রচুর ইলেকট্রনিকস নথি ও ফাইল “ছিনতাই” করে নিয়ে আসেন তারা৷ ঘটনাটি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে৷ একদিকে ইডি যেমন মমতা ব্যানার্জি ও মনোজ ভার্মার বিরুদ্ধে যেমন মামলা রজু করেছে । পাশাপাশি অন্যদিকে শাসকদল,প্রতীক জৈনের স্ত্রী ও কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে মামলা করেছে । আগামী ১৪ জানুয়ারী সেই মামলার শুনানির কথা৷ যদিও আগের দিন শুনানির আগেই তৃণমূলের লোকজন ও তৃণমূলপন্থী আইনজীবীরা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করায় ক্ষিপ্ত হয়ে বিচারপতি এজলাস ছেড়ে চলে যান । মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ কমিশনারদের এই প্রকার আচরণ কয়লা পাচার মামলার অভিযুক্তদের বাঁচাতে করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির ।।

