এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জুলাই : বিধানসভার লবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির বিরুদ্ধে । তৃণমূল বিধায়কের একটি মারমুখি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । ভিডিওতে শুভেন্দু অধিকারী ও তপন চ্যাটার্জিকে মুখোমুখি দাঁড়িয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে ৷ সেই সময় বিজেপির অনান্য বিধায়করা নিজের নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখে সেই দৃশ্য । ভিডিওতে দলীয় বিধায়কদের ঘটনার রেকর্ড করার কথা বলেন৷ তখন তপন চ্যাটার্জিকে বলতে শোনা গেছে,কি হবে রেকর্ড করে ? তোমার নামে আমি কেস করেছি৷ অ্যাঁ..আ…আ… আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে ? চাকরি পেয়েছে ?’ এরপর শুভেন্দু অধিকারী চলে গেলে তপন চ্যাটার্জিকে বলতে শোনা যায়,’আমার মে ডাবল এমএ পাস করেছে….চিটিংবাজ কোথাকার ।’
শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ জুড়ে অনাচার রাজ্যের বিধানসভার ভিতরেও ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। আজ বেলা ১২:২০ নাগাদ আমি যখন নিম্ন লবিতে কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম, তখন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক; তপন চট্টোপাধ্যায় আক্রমণাত্মক ভঙ্গিতে আমার কাছে এলেন। কোনো প্ররোচনা বা তর্ক ছাড়াই সে আমার প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করতে থাকে এবং তার শারীরিক ভাষা ইঙ্গিত দেয় যে তার উদ্দেশ্য ছিল আমাকে আক্রমণ করা। আমি পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকারের কাছে একটি চিঠি জমা দিয়েছি যে ঘটনাটি বিধানসভা চত্বরে আমার নিরাপত্তার অন্তর্ভুক্ত। এই ঘটনাটি অবশ্যই পূর্ববর্তী আদেশের পর্যালোচনার আহ্বান জানিয়েছে যা বিধানসভার ভিতরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর প্রবেশে বাধা দেয়। বিধানসভা চত্বরে বিরোধী বিধায়করা নিরাপদ না থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মীদের দুর্দশার কথা ভাবুন ।’
ঘটনার পর শুভেন্দু অধিকারী বিধানসভার স্পিকারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন । তিনি অভিযোগ করেছেন যে এ নিয়ে তার ওপর দুবার হামলা হলো । বিরোধী দলের বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের বিধানসভা চত্বরে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করার কারণেই শাসকদলের বিধাগ্রা এই সুযোগ পেয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন । পাশাপাশি তিনি পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির বিরুদ্ধে ‘উপযুক্ত অপরাধমূলক ব্যবস্থা’ গ্রহণের জন্য দাবি জানান ।
জানা গেছে,আজ বিধানসভা অধিবেশনের শুরু থেকেই নারী নির্যাতন ও রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন শুভেন্দু অধিকারী।অধিবেশনের প্রথম পর্বের কাজ শেষ হওয়ার পর এই ইস্যুতে বিধানসভার গেটের বাইরে বিক্ষোভ দেখাতে বিজেপির বিধায়করা । শুভেন্দু অধিকারীর অভিযোগ তিনি যখন বিধানসভার লবিতে ছিলেন তখন পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি তাকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করে । সেই ঘটনার স্বাক্ষী ছিলেন নীলাদ্রী দানা, বিশাল লামা-সহ একাধিক একাধিক বিধায়করা । পরে সাংবাদিকদের মুখোমুখি হয় বিরোধী দলনেতা বলেন, এ নিয়ে দুবার আমাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করল পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি । তার মধ্যে একবার হাউজ়ের ভিতরে করেছেন । তপন চ্যাটার্জির সাহস হয় কীভাবে ?’