এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২০ নভেম্বর : নিজের বুথে দলের সদস্যপদ প্রচারে (Membership Campaign) অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ রবিবার (১০ নভেম্বর) পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের নন্দনায়েকবার এলাকার ৭৯ নম্বর বুথে বসে সদস্য সদস্যাদের নাম নথিভুক্ত করতে দেখা যায় বিরোধী দলনেতাকে । এক্স-এ সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার নিজের বুথে বিজেপি সদস্যপদ প্রচারে অংশ নিয়েছি; নন্দীগ্রামে নন্দনায়েকবার বুথ নম্বর ৭৯। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে, বিজেপির মেম্বারশিপ ড্রাইভ বা সাদাস্যতা অভিযান ২০২৪ সারা দেশে রেকর্ড সদস্যদের আকর্ষণ করেছে। এটি প্রতিফলিত করে যে আস্থা এবং বিশ্বাস মানুষের মধ্যে রয়েছে ।’
প্রসঙ্গত,গত ২ সেপ্টেম্বর,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সদস্যপদ প্রচারাভিযান ‘সংস্থান পারভ, সদস্যতা অভিযান ২০২৪’ দিল্লিতে দলের সদর দফতর থেকে শুরু করেন।
8800002024 নম্বরে মিসড কল দিয়ে প্রচারের জন্য প্রধানমন্ত্রী মোদীও বিজেপির প্রাথমিক সদস্য হয়েছিলেন,তারপরে তাঁর সদস্যপদ নিবন্ধন সম্পূর্ণ করার জন্য পার্টি থেকে একটি এসএমএস পেয়েছিলেন । এই কার্যক্রমটি বিজেপির ‘সংহতান পর্ব, সদস্যতা অভিযান ২০২৪’ -এর সূচনা হিসাবে চিহ্নিত করেছে যার লক্ষ্য দেশব্যাপী দলের সদস্যপদ প্রসারিত করা । প্রথম দফার প্রচারাভিযানটি ২৫ সেপ্টেম্বর শেষ হয়, তারপরে পয়লা থেকে ১৫ অক্টোবর দ্বিতীয় পর্ব এবং ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটি সক্রিয় সদস্য সংগ্রহ অভিযান চলে । এই কর্মসূচিটি রাজ্য স্তরে, সাম্প্রতিক নির্বাচনে দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বুথ থেকে প্রতিটি ইউনিটের সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করবে ।
সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব বর্ধমানের কালনায় দলের সদস্যপদ প্রচারে এসে বলেছিলেন যে অন্নপূর্ণা যোজনা পেতে হলে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিতে হবে । প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলী মহিলারা মাসে ১২০০ টাকা ও সাধারণ মহিলাদের ১০০০ টাকা করে দেয় । লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক হাজার কিংবা দু’হাজার টাকা নয়, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে এবং বাংলায় বিজেপি সরকার গড়লে প্রতিমাসে সাধারণ মহিলাদের দেওয়া হবে ৩০০০ টাকা । ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে পাখির চোখ করে সদস্যপদ প্রচারের মাধ্যমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব ।।