এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ আগস্ট : আজ বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশের আয়োজন করা হয়েছিল ৷ সেই সমাবেশে “মেধা” নিয়ে জ্ঞানগর্ভ বক্তৃতা দিতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে । শিক্ষক,ছাত্র থেকে শুরু করে কৃষক ও চলচ্চিত্র পরিচালকদের “মেধা” কে সম্মান জানানোর কথা বলেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের ভিডিওয়ের পাশাপাশি কলকাতায় আন্দোলনরত চাকরিহারা শিক্ষক- শিক্ষিকাদের পুলিশের পেটানোর ভিডিও সংযুক্ত করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মেধার প্রশংসাকে বিদ্রুপ করে বলেছেন, “কসাই এর পশুপ্রেম” ।
ভিডিওতে মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে, ‘আমি সব মেধা কে সম্মান করি৷ ছাত্র-ছাত্রীরা মেধা তৈরি করে৷ শিক্ষক শিক্ষিকেরা মেধা তৈরি করে৷ কিন্তু সেই মেধাই আসল মেধা, যে মেধা মানুষ গড়ে৷ সেই মেধাই আসল মেধা, যে মেধা সমাজ তৈরি করে৷ সেই মেধাই আসল মেধা, যে মানবিকতার জন্ম দেয় । সেই মেধাই আসল মেধা, যে থাকে মাটির ঘরে । এটা মাথায় রাখবেন৷ সেই মেধায় আসল মেধা, যারা রাস্তা গড়ে, যারা বাড়ি গড়ে, যারা সমাজ গড়ে, যারা ধান ফলায়, যারা শস্য ফলায়, যারা শ্রমিক মজুর শ্রম দেয়, যারা আমাদের খেতে দেয় সেই মেধা কিন্তু অতি বড় মেধা । এরা বাস্তবের মেধা ।’
মুখ্যমন্ত্রীর কথায়,’মেধা অনেক রকমের আছে । পড়াশোনায় মেধা তো আছেই । সংস্কৃতিতে যারা গান গায় তারা বড় মেধা । চলচ্চিত্রে যারা কাজ করে তারা বড় মেধা । যারা পড়ায় তারাও বড় মেধা । যে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে তারাও বড় মেধা । কিন্তু মনে রাখবেন আমি মনে করি কিন্তু সেই মেধা ও মেধা, যে গ্রামের ছোট্ট কুঠিরে থাকে, যে গ্রামের ধান ফলায়, যে তাঁতের কাপড় তৈরি করে, যে শ্রমিকের মুখে অন্ন তুলে দেয়, সেই মাথা আমাদের দেশ মাতৃকার….।’
মমতা ব্যানার্জির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘কসাই এর পশুপ্রেম আর মাননীয়ার মুখে মেধা-র মর্যাদা দুটোই এক।মাননীয়া যা বললেন ও সাহসের অভাবে যা বলতে পারলেন না:- এই করেছি ওই করেছি, ফোন দিয়েছি, ক্রেডিট কার্ড দিয়েছি, কেন্দ্র সরকারের বৃত্তি রাজ্যের নামে চালিয়ে নাম কুড়োচ্ছি, কিন্তু যেটা উহ্য রয়ে গেলো – এসএসসি সহ অন্যান্য চাকরির পরীক্ষা হয় না, হলেও নিয়োগ হয় না, বছরের পর বছর ধরে চাকরি প্রার্থীদের পথে বসিয়ে অনশন আন্দোলন করতে বাধ্য করেছি, নিয়োগ হলে লক্ষ লক্ষ টাকায় দলীয় নেতৃত্বের মাধ্যমে চাকরি বিক্রি করিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি করিয়েছি, পরে অযোগ্যদের বাচাতে গিয়ে যোগ্যদের বলি দিয়ে হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি খেয়ে নিয়েছি, তারা প্রতিবাদ জানাতে এলে পুলিশ কে লেলিয়ে দিয়ে লাঠির ঘা মেরেছি…।’
প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের(এসএসসি) ২০১৬ সালের গোটা প্যানেল প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট । যার ফলে প্রায় ২০,০০০ যোগ্য শিক্ষক ও অশিক্ষক কর্মীরা চাকরি হারিয়েছেন । আদালতে রাজ্য সরকার অযোগ্যদের তালিকা না দেওয়ায় তাদের চাকরি ফিরে পাওয়াটা অনিশ্চিত হয়ে গেছে ৷ অযোগ্যদের নামের তালিকা প্রকাশ এবং চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ইতিমধ্যে একাধিক বার কলকাতাতে চাকরিহারাদের পথে নামতে দেখা গেছে৷ কোথাও কোথাও আন্দোলনকারীদের বেদম পিঠিয়ে দিয়েছিল কলকাতা পুলিশ । এছাড়া, গত ১৬ই আগস্ট বলিউড পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার রিলিজ কলকাতা পুলিশ আটকে দেওয়ায় মমতা ব্যানার্জির মেধার প্রতি সম্মান নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ।।