এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জুন : লোকসভা ভোটে ভরাডুবির পর আজ শনিবার কলকাতায় বিজেপির কোর কমিটির বৈঠক হচ্ছে । কমিটির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য,রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে । তবে ১৮ সদস্যের কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকছেন না দুই গুরুত্বপূর্ণ সদস্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক । আজ সন্ধ্যায় কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন,’স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগে আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে । তাই তাঁর নির্দেশে আজ আমরা আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছি ।’ তিনি আরও বলেন,’বৈঠকে যা সিদ্ধান্ত হবে আমরা দু’জন সেই অনুযায়ী কাজ করব ।’
প্রসঙ্গত,বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর থেকে দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন দিলীপ ঘোষ । তাকে মেদিনীপুর থেকে সরানোর জন্য দলের একাংশে দিকে “কাঠিবাজির” অভিযোগ তোলেন তিনি । তিনি নির্দিষ্ট করে কারোর নাম না করলেও তার ইঙ্গিত যে শুভেন্দু-সুকান্তের দিকে তা একপ্রকার স্পষ্ট । অন্যদিকে শুভেন্দু অধিকারী পালটা কটাক্ষ করে বলেছিলেন,’জিতলে নিজের ক্রেডিট, আর হারলে আমার দোষ ।’ এখন বিতর্ক এড়াতে শুভেন্দু আজ কলকাতায় কোর কমিটির বৈঠক সুকৌশলে এড়িয়ে গেলেন কিনা তা নিয়ে জল্পনা চলছে।
সূত্রের খবর,আজকের বৈঠকে উপনির্বাচনে রাজ্যের চার আসনে প্রার্থীদের নাম নির্বাচন করা হবে । সেই তালিকা পাঠানো হবে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে । দু’একদিনের মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে চুড়ান্ত নাম ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে । এছাড়া মনোজ টিগ্গা লোকসভা ভোটে জয়ী হওয়ায় বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্যসচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন । তাই মুখ্যসচেতকের নাম নিয়ে মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ ওই বৈঠকেই মুখ্যসচেতকের নাম চুড়ান্ত করা হবে । সেই বৈঠকও শুভেন্দু অধিকারী এড়িয়ে যান কিনা সেটাই এখন দেখার বিষয় ৷।