এইদিন ওয়েবডেস্ক,কাঁথি,০৩ এপ্রিল : আজ বৃহস্পতিবার ২০১৬ সালের পশ্চিমবঙ্গের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ যে কারণে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে । রায় ঘোষনার পর কান্নায় ভেঙে পড়েন চাকুরিহারারা । তাদের নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিয়মিত বেতন দেওয়ার দাবি তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দলীয় কার্যালয়ে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীকে বলবো, একটা সময় সারদা, রোজ ভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি তাদের চ্যানেলগুলোকে বেতন দিয়েছিলেন আপনারা রিলিফ ফান্ড থেকে । এখন আপনার রিলিফ ফান্ড থেকে উনিশ হাজারকে বেতন দিতে থাকুন, যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে । আপনি একটা সময় আপনার রিলিফ ফান্ড থেকে দিয়েছেন ‘তারা বাংলা’ ইত্যাদি চ্যানেলকে । যেহেতু চিটফান্ডের সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ।’
মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন, ‘যা সর্বনাশ করার তিনি করে দিয়েছেন৷ তিনি আর কি বলবেন ? ১২ শতাংশ হারে টাকা ফেরত দিতে হবে৷ তৃণমূলের ইলেক্টোরাল বন্ডের অ্যাকাউন্টে ১৬শ কোটি টাকা আছে৷ আমি শুধু সাদা টাকার কথা বলছি, কালো টাকা ছেড়ে দিলাম । তৃণমূলের ফান্ড থেকে তাদের টাকা দিয়ে দিন । ওই টাকা তো আপনারা তুলেছেন৷ ১৬শ কোটি টাকা আপনাদের ফান্ডে আছে ।’ তিনি বলেন,’তাদের(চাকুরিহারা) কথা দিচ্ছি, যোগ্য অযোগ্য বাছাইয়ের যে কাজটা মমতা ব্যানার্জির সরকার চোরেদের বাঁচানোর জন্য করলো, ভবিষ্যতে আমরা এ রাজ্যের মানুষ আশীর্বাদে ক্ষমতায় এলে আমরা এই কাজটা করব ।’ তিনি বলেন, কাগজ হারিয়ে যাবে না । ওএমআর , মার্কশিট টেম্পার করিয়েছিলেন । কিন্তু সিবিআই-এর তৎপরতায় সেটা পুনরুদ্ধার করা হয়েছে । পুড়িয়ে দেওয়া সত্ত্বেও নতুন করে সব ওএমআর বের করেছে । এ কারণে আমি সিবিআইকে স্যালুট জানাই।
শুভেন্দু অধিকারী জানান, দলের রাজ্য সভাপতির ঘোষণা অনুযায়ী রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং নবান্ন অভিযান সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে । তিনি এও বলেন,’প্রায় ১৯ হাজার যোগ্য শিক্ষক এবং শিক্ষা কর্মীদের পাশে আমরা আছি ।’।

