এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ নভেম্বর : মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । প্রসঙ্গত দীর্ঘ ৫৫ দিন ধরে জনসমক্ষে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে । বিদেশ সফরের পর কলকাতায় ফেরার পর থেকেই তিনি নিজেকে গৃহবন্দি করে রাখেন । এনিয়ে বিভিন্ন গুঞ্জন হচ্ছিল রাজ্যের রাজনৈতিক মহলে । অবশেষে আজ বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে দীর্ঘদিন অনুপস্থিতির কারন ব্যাখ্যা করেছে মুখ্যমন্ত্রী । তিনি সাংবাদিকদের জানান যে ভুল চিকিত্সার কারণে তাঁর পায়ের আঘাতের জায়গায় সেপটিক হয়ে গিয়েছিল যেকারনে ১০-১২ দিন ধরে চিকিত্সা চলেছে। আর সেই কারনে তিনি বিছানা থেকে উঠতে পারেননি ।
এদিকে মুখ্যমন্ত্রীর ‘ভুল চিকিত্সা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী । তিনি মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের ভিডিও রেকর্ডিং শেয়ার করে লিখেছেন,’এসএসকেএম (SSKM) হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।এটা হলো, রাজ্যের সবথেকে উচ্চমানের সরকারি হাসপাতাল কে তোলামূলী চোর ডাকাতদের নিরাপদ আশ্রয়স্থল বানানোর অপচেষ্টার ফল।’
তিনি আরও লিখেছেন, ‘এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর আমলে এখানকার ডাক্তার বাবুরা চিকিৎসা কম করছেন এবং রাজনৈতিক ও প্রশাসনিক চাপের শিকার হয়ে ভুয়ো কাগজপত্র তৈরিতে বেশি মনোনিবেশ করতে বাধ্য হচ্ছেন ।’।