এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ সেপ্টেম্বর : আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের সময় বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ তুলে তুমুল হট্টগোল করেন বিজেপি বিধায়করা । সেই সময় মমতা মন্তব্য করেন, “মোদী চোর” । তার এই মন্তব্যের পর স্পিকার বিমান ব্যানার্জি নির্বিকার থেকে মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়ায় চরম ক্ষুব্ধ বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পিকারের নিন্দার পাশাপাশি মমতা ব্যানার্জির শাস্তির দাবি তুলেছেন । মমতা ব্যানার্জির শাস্তির সপক্ষে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দৃষ্টান্ত তুলে ধরেন ।
প্রসঙ্গত,২০১৯ সালের এপ্রিল মাসে কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন, “সকল চোরের সাধারণ পদবি মোদী কেন?” তার বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেছিলেন গুজরাট বিধানসভার সদস্য পূর্ণেশ মোদী, যিনি মনে করেছিলেন যে গান্ধীর মন্তব্য ১৩ কোটিরও বেশি মানুষের সমগ্র ‘মোদী’ সম্প্রদায়কে অপমান করেছে । তার সেই মামলায় ২০২৩ সালের ২৩ মার্চ গুজরাটের সুরাটের একটি আদালত মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেয় । এই রায়ের একদিন পর, তাকে লোকসভার সাংসদ হিসেবে অযোগ্য ঘোষণা করা হয় । রাহুল গান্ধী কেরালার ওয়ানাড় আসনের সাংসদ । কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, পিএস নরসিংহ এবং সঞ্জয় কুমারের তিন বিচারপতির বেঞ্চ সেই রায় স্থগিত করে দেয় ।
সেই দৃষ্টান্ত তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে “ইন সব চোরোঁ কে নাম মোদী, মোদী, মোদী, কিউঁ হ্যায়?” এই মন্তব্য করে সমগ্র মোদী সম্প্রদায়কে অপমান করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। মাননীয় আদালত তাকে ফৌজদারি মানহানির জন্য দোষী সাব্যস্ত করেছে কারণ তিনি সমগ্র মোদী সম্প্রদায়কে অপমান করেছেন। আজ, যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একই “মোদী চোর” স্লোগান তুলছেন, তখন কেন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না? তিনি একই অপরাধ করেছেন, একটি সমগ্র সম্প্রদায়কে অপমান করেছেন।’ তিনি স্পিকার বিমান ব্যানার্জির সমালোচনা করে বলেছেন,’স্পিকারের উচিত ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, বিশেষ করে যখন এমন নজির রয়েছে, কিন্তু তিনি তা করেননি, এমনকি তিনি তাকে এই ধরণের ঘৃণ্য অপবাদ উচ্চারণ থেকে থামানোর চেষ্টাও করেননি। আমরা এই অপমান মেনে নেব না এবং শেষ পর্যন্ত তা দেখব ।’।

