এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : কনভয়ের গাড়ির ধাক্কায় মুসলিম যুবকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আদালতের কাছে তিনি দাবি করেন,তাঁর কনভয়ের রুটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার । যার জেরেই এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ।
বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চন্ডীপুর বিধানসভার ভৈরবপুরের বাসিন্দা শেখ ইসরাফিল নামে এক মুসলিম যুবকের । এই ঘটনায় শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনি শনিবারই জামিনে মুক্তি পেয়ে যান । এদিকে এই মৃত্যুর ঘটনায় রাজ্যের ৷ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার অভিযোগ উঠছে বিজেপির তরফ থেকে ।
ঘটনার প্রতিবাদে ওইদিনই কাঁথি এবং চণ্ডীপুরে আলাদা আলাদা মিছিল করে তৃণমূল । পরের দিন তৃণমূল সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য,বীরবাহা হাঁসদা, জয়া দত্ত, সুদীপ রাহা সহ পূর্ব মেদিনীপুরের নেতাদের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটি প্রতিবাদ মিছিল করে, যেখানে তারা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি জানায় । পাশাপাশি তারা নিহতের পরিবারের সাথে দেখা করে ৫ লক্ষ টাকার চেকও দিয়ে আসে ।
এদিকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে যুবকের মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করার অভিযোগ তুলেছেন । সেই সঙ্গে চন্ডীপুরের ওই যুবকের মৃত্যু আদপেই শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপবাবু । শেষ পর্যন্ত খোদ শুভেন্দুই ওই দূর্ঘটনার বিষয়ে সিবিআইয়ের তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন । আগামী বুধবার ওই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রের খবর ।।