এইদিন ওয়েবডেস্ক,হুবলি(কর্ণাটক),০৮ সেপ্টেম্বর : কর্ণাটকের বিজেপি বিধায়ক বসন গৌড়া পাটিল ইয়াতনাল অভিযোগ করেছেন যে সুভাষ চন্দ্র বসুর খুনিরা কংগ্রেসম্যান । শুধু তাইই নয়,তিনি আরও বলেন,’যারা এই দেশের স্বাধীনতার জন্য সততার সাথে লড়াই করেছেন তাদের মধ্যে অনেককেই হত্যা করেছে কংগ্রেস ।
আজ শুক্রবার কর্ণাটকের শহর হুবলিতে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে সুভাষ চন্দ্র বসুর মৃত্যু নিয়ে এখনও বিভ্রান্তি ও সন্দেহ রয়েছে। ইয়াতনাল আরও বলেছেন যে অনেক লোক বলে যে কংগ্রেস নাভারেকে হত্যা করেছে, বিশেষ করে নেহেরু নিজেই এই কাজ করিয়েছেন ।
তিনি বলেন,’সুভাষ চন্দ্র বসু দেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার কথা। তার সব যোগ্যতাই ছিল। কিন্তু নেহেরুকে প্রধানমন্ত্রী করার একমাত্র উদ্দেশ্য নিয়ে চলা মহাত্মা গান্ধী মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল ।।