এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ অক্টোবর : পশ্চিমবঙ্গে একের পর এক নারী নির্যাতনের সিরিজের মাঝে খাস রাজধানী শহর কলকাতার একটা থানার ভিতরে এক মহিলা সিভিক ভলান্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতা পুলিশের একজন সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রিট থানায় । শুধু তাইই নয়, নির্যাতিতা অভিযোগ দায়ের করতে গেলে পার্ক স্ট্রিট থানার ডিউটি অফিসার অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি করা হচ্ছে । এমনকি সে বিষয়টি মিটমাট করে নেওয়ার চাপও দেয় বলে অভিযোগ । এরপর নির্যাতিতা পুরো বিষয়টি স্পীড পোস্টে লিখিতভাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং কলকাতা পুলিশের কমিশনারের দপ্তরে জানালে তোলপাড় পড়ে যায় । এদিকে রাজ্য জুড়ে একের পর নারী নির্যাতনের ঘটনা নিয়ে তোলপাড়ের মাঝে শুক্রবার রাতে খাস কলকাতায় একজন পুলিশ কর্মী স্বয়ং এই ধরনের কুকর্মে জড়িয়ে পড়ায় বেজায় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল।
ঘটনার বিবরণে জানা গেছে,পুজোয় পোশাক দেওয়ার নাম করে শুক্রবার রাত প্রায় ১টা নাগাদ নির্যাতিতাকে থানার তিনতলার রেস্ট রুমে ডাকে ওই সাব ইনস্পেক্টর । সালোয়ার কামিজ দেওয়ার সময়ে ওই মহিলা সিভিক ভলান্টিয়ারের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ । ঘটনার সময় সাব ইনস্পেক্টর মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ । যদিও জানা গেছে যে ওই রেস্ট রুমের ভিতরে কোনও সিসিটিভি ক্যামেরা নেই৷ ফলে অপরাধী পুলিশ কর্মীর বিরুদ্ধে আদপেই কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাব ইনস্পেক্টর ।।