প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ আগষ্ট : মুখ্যমন্ত্রী ঘোষনা করার পরেও চাকরি পাননি ২০১৪ সালে টেট উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীরা । সেই বিষয়টি তুলে ধরে সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল পি-টেট কোয়ালিফায়েড চাকরি প্রার্থীরা । তাঁদের চাকরির ব্যাপারে অতি সত্ত্বর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক সেই দাবির কথা জেলাশাসককে এদিন জানিয়ে আন্দোলনকারীরা ।
চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। তাঁরা ’পি-টেট কয়ালিফায়েড ট্রেইন্ড নট ইনক্লুডেড ‘ক্যান্ডিডেট একতা মঞ্চ’ গঠন করেছে । সেই সংগঠনের অধীনেই এদিন ২০১৪ সালে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বর্ধমান কার্জনগেট চত্ত্বরে বিক্ষোভ দেখান।পরে জেলা শাসককেও তাঁরা স্মারকলিপি জমা দেন ।
আন্দোলনকারী চাকরি প্রার্থীরা জানান, তাঁদের চাকরির ব্যাপারে ২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন। সেই ঘোষনায় উল্লেখ ছিল,২০১৪ সালের ২০ হাজার টেট পাশ প্রার্থীর মধ্যে প্রথমে ধাপে ১৬,৫০০ জনের চাকরির ব্যবস্থা করা হবে। পরে দফায় দফায় বাকি টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে নিয়োগ করবে রাজ্য সরকার।কিন্তু ১২,৫০০ জনকে নিয়োগের পর বাকিদের আর চাকরিতে নিয়োগ করা হচ্ছেনা বলে এদিন অভিযোগ করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা । তাঁরা আরও জানান, সকল চাকরি প্রার্থীকে নিয়োগের দাবিতে ইতিমধ্যেই তাঁরা শিক্ষামন্ত্রীকে গনটুইট করেছেন । দাবির বিষয়টি ইমেল করার পাশাপাশি গণসাক্ষর কর্মসূচীও নেওয়া হয়েছে। এছাড়াও দাবির বিষয়টি নিয়ে পর্ষদ কর্তাদের কাছেও তারা আবেদন নিবেদন করছেন। এতকিছুর পরেও তাঁদের নন ইনক্লুডেড করে রাখা হয়েছে। কোন সুরাহা হচ্ছে না । তাই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়াতেই তাঁরা এদিন ফের তাঁদের আন্দোলনে নামতে হয়েছে বলে জানিয়েছেন চাকরি প্রার্থীরা ।।