এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৫ সেপ্টেম্বর : গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিট কার্ড বিভ্রাটের ঘটনা প্রকাশ্যে এল। অ্যাডমিট কার্ড ছাড়াই পরীক্ষা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীরা অনলাইনে ফর্ম ফিলাপ করেও পাননি অ্যাডমিট কার্ড । এমনকি অনলাইনেও অ্যাঠমিট কার্ড পাওয়া যাচ্ছে না । বাধ্য হয়ে প্রথম সেমিস্টারের অ্যাডমিট কার্ডের নম্বর ব্যাবহার করে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন ছাত্র ছাত্রীরা ।
গৌড়বঙ্গের কলেজগুলিতে দ্বিতীয় সিমেস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা শুরু হয়ে গেলেও পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ উঠেছে । বিশ্ববিদ্যালয়ের পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। কিন্তু কেন এই সমস্যা ? বিশ্ববিদ্যালয় সুত্রে খবর , সম্প্রতি চার ছাত্রীর ফর্ম ফিলাপে তাদের প্রোফাইলে হানা দিয়ে অশ্লীল ইঙ্গিত পূর্ণ কথাবার্তা লেখা হয়েছিল । তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানায় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা ৷ আর সেই কারনেই বিশ্ববিদ্যালয়ের পোর্টালের কাজ করা যাচ্ছে না ।
এদিকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পঁচিশটি কলেজে দ্বিতীয় সিমেস্টারের অভ্যন্তরীণ মূল্যায়নের পরীক্ষা কিছু কলেজে শুরু হয়েছে । বাকি কলেজগুলিতে খুব সত্ত্বর শুরু হবে। আগামী কুড়ি সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করার কথা । এদিকে অ্যাডমিট কার্ড বিভ্রাটের ফলে বিভ্রান্ত পড়ুয়ারা । গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার বিশ্বরূপ সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের পোর্টাল হ্যাকের কারণে এমন বিপত্তি । শীঘ্রই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নতুন করে বিশ্ববিদ্যালয়ের সিস্টেম তৈরীর কাজ চলছে । পুরো বিষয়টি মালদা সাইবার পুলিশ থানাতে অভিযোগ করা হয়েছে । পুলিশ তদন্ত করছে । এই ঘটনায় একটি চক্র জড়িয়ে থাকার বিষয়টিও তিনি উড়িয়ে দিচ্ছেন না । তবে তিনি জানিয়েছেন, বুধবার রাতের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে তাঁদের আশা ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যে সংস্থা এই অ্যাডমিট তৈরীর কাজে যুক্ত তাদের টাকা পেমেন্ট না হওয়ায় সংস্থাটি অ্যাডমিট তৈরীর কাজ করতে অস্বীকার করে । যার ফলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের অ্যাডমিট তৈরী হয় নি । যদিও এই বিষয়টি বিশ্বরূপবাবু অস্বীকার করেছেন । তিনি বলেন, ‘সংস্থাটিকে আংশিক পেমেন্ট করা হয়েছে। বাকী পেমেন্টও করা হবে ।’ মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই আমরা দোষীদের চিহ্নিত করতে পারব ।’।