এইদিন ওয়েবডেস্ক, ঢাকা,১৩ এপ্রিল : কলেজে পড়াশোনা সময় থেকেই তরুনীর পিছু নিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের আতিকুল হাসান নামে এক ছাত্রনেতা । তরুনীকে সে অনৈতিক প্রস্তাব দিচ্ছিল । ইতিমধ্যে তরুনীর বিয়ে হয়ে যায় । সেই আক্রোশে আতিকুল হাসান নববধূকে বাস থেকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ । বাংলাদেশের পাবনার ভাঙ্গুড়ার ঘটনা । অপহরণের ১৩ দিন অতিবাহিত হলেও এখনও ওই বধূকে পুলিশ উদ্ধার করতে না পারায় আদালতের দ্বারস্থ হয়েছে পরিবার । আতঙ্কে রয়েছে পরিবারের লোকজন ।
বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, অভিযুক্ত আতিকুল হাসান বিপ্লব ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ভাঙ্গুড়ার রাঙালিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। অপহৃতা বধূ জুলিয়া পারভীন জ্যোতী ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে পড়াশোনা করতেন। কলেজে আশা যাওয়ার পথে দীর্ঘদিন ধরে আতিকুল হাসান বিপ্লব কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি বিষয়টি তার বাবা-মাকে জানালে পরবর্তীতে আরও বেশি উত্ত্যক্ত করতেন আতিকুল হাসান । বাধ্য হয়ে মেয়েকে অন্যত্র বিয়ে দেন বাবা-মা। বিয়ের পরে গত ৩১ মার্চ তারা বাড়িতে বেড়াতে আসলে আতিকুল হাসান একটি মাইক্রোবাস থেকে তাকে তুলে নিয়ে যায়। এবিষয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় গত ৮ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন অপহৃতার মা রেখা পারভিন।
অপহৃতার বোন জুলেখা পারভিন অন্তরা বলেন, আমরা থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম কিন্তু আতিকুল হাসান ছাত্রলীগ নেতা হওয়ায় পুলিশ অভিযোগ নেয়নি। পরে আমরা আদালতে গিয়েছি। আদালতের কপি থানায় দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমাদের বোনকে উদ্ধার করে আনার পর যদি ও বলো স্বেচ্ছায় গিয়েছে তাহলে আমাদের কোনো দাবি নেই। কিন্তু পুলিশ তো উদ্ধারই করছে না। সে আদৌ বেঁচে আছে না মরে গেছে সেটুকু জানার অধিকার আমাদের আছে।’
যদিও ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের দাবি, থানায় কোনো অভিযোগ করেনি পরিবার, তারা জিডি করেছেন। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ মিথ্যা। আদালতে মামলার কপি এখনো থানায় আসেনি। আসলে ব্যবস্থা নেওয়া হবে।এই বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, আমিও বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।।