প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ নভেম্বর :ছটপুজো উপলক্ষে পাড়ার মাইকে বাজানো গানের সঙ্গে নাচানাচি করা নিয়ে বাবার হাতে মার খেয়ে অভিমানে আত্মঘাতী হল এক ছাত্রী ।মৃতার নাম অঙ্কিতা বিশ্বাস (১২)। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার হাটকালনা এলাকায় । অঙ্কিতা স্থানীয় ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়তো । বুধবার সকালে বাড়ি থেকে পুলিশ ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। এদিনই কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে ছাত্রীর মৃতদেহের ময়নাতদন্ত হয়।কালনা থানার পুলিশ ছাত্রীর মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।
মৃতার প্রতিবেশীরা জানিয়েছেন,ছট পুজো উপলক্ষে মঙ্গলবার রাতে তাঁদের পাড়ায় মাইকে গান বাজানো হচ্ছিল।পাড়ার অন্য ছেলে মেয়েদের সঙ্গে অঙ্কিতাও সেখানে গানের সঙ্গে নাচানাচিতে মেতে ওঠে । রাত হয়ে গেলেও মেয়ে পাড়ার ছেলেদের সঙ্গে নাচানাচি করে চলায় রেগে যায় বাবা বিমল বিশ্বাস । তিনি নাচানাচি বন্ধ করে দিয়ে মারধোর করে মেয়েকে ঘরে নিয়ে যান । এই ঘটনার জন্য লজ্জায় অভিমানে বাড়ির একটি ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে ছাত্রী আত্মঘাতী হয় বলে প্রতিবেশীরা অভিযোগে জানিয়েছেন ।
ছাত্রীর বাবা বিমল বিশ্বাসও এদিন মেয়েকে মারধোরের কথা স্বীকার করে নেন । তবে তিনি দাবি করেছেন, মাইকে গানের সঙ্গে নাচানাচির জন্য তিনি তাঁর মেয়েকে মারেননি। মেয়ের স্কুল ব্যাগ থেকে প্রেমপত্র পাওয়া যাওয়ায় শাসন করার জন্য তিনি তাঁর মেয়েকে মারধোর করেছিলেন বলে বিমল বিশ্বাস দাবি করেন। তদন্তে নেমে পুলিশ উভয় পক্ষের বক্তব্যের সততা যাচাই করে দেখা শুরু করেছে ।।