এইদিন ওয়েবডেস্ক,মোরাদাবাদ,২০ জানুয়ারী : বোরখার দাবিতে অনড় ছাত্রীদের ঢুকতে দিল না উত্তরপ্রদেশের মোরাদাবাদের হিন্দু কলেজ কর্তৃপক্ষ । উল্লেখ্য,রোহিলখন্ড ইউনিভার্সিটি বেরেলির সাথে অধিভুক্ত হিন্দু কলেজটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ।এটি পশ্চিম উত্তরপ্রদেশের প্রাচীনতম এবং স্বনামধন্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি । জানা গেছে, বুধবার এক ডজনেরও বেশি বোরকা পরিহিত ছাত্রী কলেজে এসেছিল । কিন্তু তাদের কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে নিষেধ করা হয় । তাদের বলা হয়েছিল যে যতক্ষণ না তার বোরকা খুলে ফেলবে ততক্ষণ তাদের ভিতরে যেতে দেওয়া হবে না । এরপর শিক্ষার্থীরা প্রায় ৪০ মিনিট ধরে কলেজের প্রধান ফটকের বাইরে বসে থাকে । কয়েকজন মুসলিম ছাত্রকেও তাদের পাশে দেখা যায় । পরে বোরকা খুলে ফেললে তাকে ভেতরে যেতে দেওয়া হয় ।
কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে যে নতুন ড্রেস কোড অনুযায়ী ক্যাম্পাসে বোরখা পরার অনুমতি নেই। আমরা একটি বিশেষ চেঞ্জিং রুমের ব্যবস্থা করেছি যেখানে বোরখা পরিধানকারীরা এটি খুলে যথাযথ ইউনিফর্মে কলেজে যেতে পারে এবং যখন তারা প্রধান ফটক থেকে বের হবে তারা তাদের পছন্দ মত পোশাক পরতে পারে ।
তবে বোরখা ইস্যুতে মুসলিম ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (এসপি) । মুসলিম ছাত্রীদের কলেজে বোরখা পরে আসার দাবি জানিয়ে এসপির তরফ থেকে কলেজ কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ।।