এইদিন ওয়েবডেস্ক,তাইওয়ান,১৮ সেপ্টেম্বর : রবিবার তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পন অনুভূত হয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের পূর্ব উপকূলীয় শহর তাইতুং থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে ১০ কিলোমিটার গভীরে । ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনও সামনে আসেনি । তবে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে,ভূমিকম্পের ফলে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৪। দুটি টেকটোনিক প্লেটের মধ্যে অবস্থিত তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়। সাধারণত ৭ মাত্রার ভূমিকম্প না হওয়া পর্যন্ত সুনামির সতর্কতা দেওয়া হয় না ।।