এইদিন ওয়েবডেস্ক,২৯ সেপ্টেম্বর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জে (South Sandwich Islands) শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে । বৃহস্পতিবার সকাল ৮টা ৩৩ মিনিটে এই ভূমিকম্পটি হয় । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে,কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ । ভূমিকম্পের কেন্দ্রবিন্দুটি ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে । তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ।
এর আগে গত শনিবার (২৪ সেপ্টেম্বর ২০২২) ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আকেহে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২ । ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল আকেহ প্রদেশের উপকূলীয় শহর মিউলাবোহ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটির ৪৯ কিলোমিটার গভীরে । তবে তখন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি ।।