এইদিন ওয়েবডেস্ক,পোর্টব্লেয়ার,২৪ সেপ্টেম্বর : ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান-নিকোবরে । শনিবার ভোর আড়াইটা নাগাদ জোরালো কম্পন অনুভূত হয় । তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.১ । ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যাম্পবেল উপসাগর থেকে ৪৩১ কিলোমিটার দূরে । ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটির ৭৫ কিলোমিটার গভীরে । এর আগে ৫ জুলাই ভোর ৫টা ৫৭ মিনিটে আন্দামান-নিকোবরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.০ । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ২১৫ কিলোমিটার দূরে । ৪ জুলাইও আন্দামানে ভূমিকম্প অনুভূত হয়েছিল ।
অন্যদিকে চলতি মাসের ১৬ ও ১৯ তারিখে লাদাখে ভূমিকম্প অনুভূত হয়েছিল । ১৬ তারিখে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলচি (লেহ) থেকে ১৮৯ কিলোমিটার উত্তরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার মাটির নিচে । ফের দিন তিনেক পর ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা নাগাদ লাদাখের কার্গিলে ভূমিকম্প অনুভূত হয় । রিখটার স্কেলে যার মাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৩। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে । তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ।।