এইদিন ওয়েবডেস্ক,ইন্দোনেশিয়া,১০ জানুয়ারী : ফের শক্তিশালী ভূমিকম্প হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় । মঙ্গলবার ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।ভূপৃষ্ঠ থেকে ৯৭ কিলোমিটার (৬০.২৭ মাইল) গভীরে এই ভূমিকম্প হয় । এদিকে ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জে ভূমিকম্প আঘাত হানার পর দেশটি প্রায় তিন ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করে রাখে। কিন্তু এই সময় সমুদ্রপৃষ্ঠের কোনও উল্লেখযোগ্য পরিবর্তন রেকর্ড করা হয়নি,সেই কারণে পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয় ।
ভূমিকম্পের পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে অন্তত চারটি আফটারশক রিপোর্ট করা হয়েছে যেগুলো উত্তর অস্ট্রেলিয়ার কিছু অংশেও অনুভূত হয় । এছাড়া ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পের পর ভবনগুলোত্ব হালকা থেকে মাঝারি ক্ষতি হয়েছে ।
দেখুন ভিডিও :-
ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, স্থানীয়ভাবে ৭.৫ মাত্রার বলে পরিমাপ করা এই ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাত ২টা ৪৭ মিনিটে ভূপৃষ্ঠের ১৩০ কিলোমিটার গভীরতায় আঘাত হানে। পরে ভোর ৫টা ৪৩ মিনিটে সুনামির সতর্কতা তুলে নেওয়া হয়।
বিএমকেজি’র প্রধান দ্বিকোরিতা কর্নাবতী একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘ভূমিকম্পের কেন্দ্রস্থলের চারপাশে আমাদের চারটি জোয়ার পরিমাপক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে … সমুদ্রপৃষ্ঠের কোনও অসঙ্গতি শনাক্ত করা যায়নি বা কোনও উল্লেখযোগ্য পরিবর্তনও হয়নি।’ অবশ্য উপকূলের কাছাকাছি বসবাসকারী লোকদের বিএমকেজি’র পরামর্শ মাথায় নিয়ে চলাচলে আহ্বান জানিয়েছেন তিনি।।