এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ মার্চ : কাটোয়াসহ পূর্ব বর্ধমান জেলার বিধানসভাগুলিতে অনান্য রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থীর নাম ঘোষনা করলেও এযাবৎ বিজেপি তাদের প্রার্থীর নাম ঘোষনা করেনি । তবে প্রার্থীর নাম ঘোষনা বা হলেও প্রচারে পিছিয়ে নেই বিজেপি । কাটোয়া মহকুমা এলাকার গ্রামে গ্রামে সভা ও ডোর টু ডোর ক্যাম্পেনের মধ্য দিয়ে জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । মঙ্গলবার দিনভর কাটোয়া থানার চান্ডুলীসহ একাধিক গ্রামে সভা করলেন কৃষ্ণবাবু । রাজ্য সরকারের সন্ত্রাস, দূর্নীতি নিয়ে আক্রমনের পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি ।
এদিন তৃণমূলের ‘খেলা হবে’ শ্লোগানকে কটাক্ষ করে কৃষ্ণ ঘোষ বলেন, ‘আজকাল একটাই শ্লোগান শুনছি, ‘খেলা হবে।’ কিন্তু যিনি খেলবেন বা খেলাবেন তিনি তো পা ভেঙেছেন ।’ এরপর মুখ্যমন্ত্রীকে আক্রমন করে তিনি বলেন, ‘২০১১ সালে যেমন অনশন করার অভিনয় করে উনি ক্ষমতায় এসেছিলেন ২০২১ সালে ফের অভিনয় করে ক্ষমতায় আসতে চাইছেন । গাড়ির দরজায় লাগিয়ে পা ভাঙলেন আর উনি বলছেন বিরোধীরা মেরে পা ভেঙে দিয়েছে । ক্ষমতা থেকে বিদায় নেবার সময় হয়ে এসেছে তাই উনি এখন অভিনয় করে মানুষকে বোকা বানাতে চাইছেন ।’।