শ্যামসুন্দর ঘোষ,কালনা(পূর্ব বর্ধমান),২১ মার্চ : শনিবার রাতে পূর্ব বর্ধমানে সাংগঠনিক কাটোয়া জেলার সাত প্রার্থীকে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন রাজস্থানের বিজেপি নেতা মনীষ পারেখ ও জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ । তাঁরা দলের সাত প্রার্থীকে জেতার লক্ষ্য নিয়ে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন । আর এই নির্দেশের পর রবিবার প্রচারে ঝড় তুললেন কালনা, মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর ও দক্ষিণের বিজেপির প্রার্থীরা। বিজেপি প্রার্থীদের দাবি,তাঁরা প্রচারে মানুষের স্বতষ্ফূর্ত সাড়া পেয়েছেন।
রবিবার সকালে কালনার প্রার্থী বিশ্বজিৎ কুন্ডু কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে শহরে থাকা ভবাপাগলার মন্দিরে গিয়ে পুজো দিয়ে ছোট দেউড়ি বাজার,পুরাতন বাসষ্ট্যান্ড চকবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন বলে জানান বিজেপি নেতা সুদীপ্ত রায় । এরপরেই তিনি কল্যাণপুর এলাকার নেতা সুভাষ পাল ও অন্যান্য কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ওই এলাকায় প্রচার করেন। পূর্বস্থলী উত্তর বিধানসভায় জামালপুরের বুড়োরাজ পুজো দেন বিজেপি প্রার্থী গোবর্ধন দাস।এরপরেই তিনি নিমদহের এক কালীমন্দিরে পুজো দেন।স্থানীয় এলাকার মানুষজনের সঙ্গেও জনসংযোগ করেন তিনি।এইদিন সন্ধ্যাতেও তিনি কালেখাঁতলা,পারুলিয়া এলাকায় কর্মীবৈঠক করেন।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিকও এইদিন সকালে সমুদ্রগড় রেলবাজার,নসরতপুরের তাঁত কাপড়ের হাট জনসংযোগ করেন।সন্ধ্যায় নাদনঘাট মোড়ে পদযাত্রা করে জনসংযোগ করেন।বিজেপির সৈকত পাঁজা সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মন্ডল কমিটি ও কার্যকর্তাদের নিয়ে দফায় দফায় কর্মীবৈঠক সহ ভোট জয়লাভের কৌশল তৈরী করেন।এরপরেই তিনি সন্ধ্যায় সাতগাছিয়া এলাকায় জনসংযোগে নামেন । পাশাপাশি মন্তেশ্বরের বিজেপি প্রার্থী সৈকত পাঁজার সমর্থনে এদিন মন্তেশ্বরে মধ্যমগ্রামে ও পিপলন বাগড়া অঞ্চলে সাইকেল মিছিল হয় । পরে ইতু ভাগড়াবাজারে একটি পথ সভার আয়োজন করা হয় ।।