এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জুলাই : শিবপূজায় বক্স বাজানোর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত মগরাহাট থানার পুলিশ ! টোটোয় চড়ে জনৈক দুই ব্যক্তির দ্বারা সেই নিষেধাজ্ঞার কথা মাইকে ঘোষণার মুহুর্তের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন,’রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি।’
বিরোধী দলনেতার শেয়ার করা ভিডিওতে ঘোষককে বলতে শোনা গেছে,’মগরাহাট থানার পক্ষ হইতে একটি বিশেষ ঘোষণা ৷ আসন্ন শিব পূজা এবং অন্যান্য অনুষ্ঠানে ডিজে বক্স বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ । শুধুমাত্র ডিজে বক্স নয়, অতিরিক্ত বক্স বাজানো যাবে না । একসাথে দুটির বেশি বক্স একই জায়গায় বাজানো যাবে না । মগরাহাট থানার পক্ষ হইতে আপনাদের বিশেষ ভাবে জানানো হচ্ছে যে যদি কোন পুজো কমিটি এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে মগরাহাট থানার পক্ষ হইতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হইবে । শুধুমাত্র পুজো কমিটি নয়, সাউন্ড সিস্টেম মালিকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে । মগরাহাট থানার পক্ষ হইতে অতিরিক্ত বক্স এবং মেশিনপত্র বাজেয়াপ্ত করা হইবে । শিব পূজো উপলক্ষে মগরাহাট থানার পক্ষ হইতে মগরাহাটবাসিকে অভিনন্দন ও শুভেচ্ছা । আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মগরাহাট থানার পক্ষ হইতে এটাই কামনা করি । ধন্যবাদ ।’
শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘শ্রাবণ মাস মানে মহাদেবের মাস, অথচ মগরাহাট থানার ঘোষণা শুনে মনে হচ্ছে যে রাজ্যে মুসলিম লীগের সরকার চলছে আর আমরা বাংলাদেশের অধীনে বসবাস করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির স্বার্থে হিন্দুদের ওপর দমন পীড়ন দেখলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও লজ্জা পেতেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ও অতিক্রম করে গেছেন। হর হর মহাদেব ।’।