এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১৭ সেপ্টেম্বর : মন্দিরে ভগবান ভোলেনাথকে স্বাক্ষী রেখে এক মহিলা আর এক মহিলার সিঁথিতে সিঁদূর সাতজন্ম একসাথে কাটানোর অঙ্গীকার করলেন ! এমনই নজিরবিহীন ঘটনার স্বাক্ষী থাকলো বীরভূম জেলার দুবরাজপুর এলাকা । দুবরাজপুরের একটি শিব মন্দিরে মালদার ইংলিশ বাজারের বাসিন্দা নমিতা দাস (৩১) বীরভূম জেলার খয়রাশোলের সুস্মিতা চ্যাটার্জীর (২৮) সিঁথিতে সিঁদূর লাগিয়ে আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ।
জানা গেছে,নমিতা দাস ও সুস্মিতা চ্যাটার্জী দু’জনেই বিবাহ বিচ্ছিন্না মহিলা । নমিতার চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে । ছেলে নমিতার কাছেই থাকে । সুস্মিতা চ্যাটার্জীরও আট বছরের কন্যাসন্তান রয়েছে । তবে সুস্মিতা মেয়ে তার বাবার কাছে থাকে । জানা গেছে, ইনস্টাগ্রামে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুই মহিলার । তারপর বছর দুয়েক ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছে । নমিতা কর্মসূত্রে কলকাতায় থাকেন। সুস্মিতাকে বিয়ে করার জন্য তিনি দুবরাজপুরে ছুটে আসেন । দিন সতেক আগে তাদের বিয়ে হয়েছে । শিব মন্দিরে বিয়ের পর তাঁরা গিয়েছিলেন দুবরাজপুর আদালতে—আইনত বিয়ের স্বীকৃতির জন্য কাগজপত্র তৈরি করতে। এখন তারা কলকাতায় গিয়ে নতুন সংসার গড়ার পরিকল্পনা করেছেন । নমিতার বাবা-মা প্রয়াত হলেও সুস্মিতার বাবা-মা জীবিত এবং তারা মেয়েকে আর একটা মেয়ের সাথে বিয়েতে রাজিও হয়েছেন বলে জানা গেছে । এদিকে দুই নারীর বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে ৷।

