এইদিন ওয়েবডেস্ক,সম্বলপুর(ওড়িশা),১৫ এপ্রিল : ওড়িশার সম্বলপুরে হনুমানজয়ন্তীর শোভাযাত্রার উপর মসজিদ থেকে পাথর বৃষ্টির ঘটনা ঘটেছে । স্থানীয় হনুমান জয়ন্তী সমন্বয় কমিটি এবং বজরং দলের পক্ষ থেকে বুধবার একটি মোটরসাইকেল র্যালি বের করেছিল। র্যালিটি সম্বলপুরের ধনুপালি এলাকার একটি মসজিদের কাছে পৌঁছাতেই ছাদ থেকে ইঁটপাটকেল ছোড়া হয় । এই ঘটনায় মহিলা পুলিশ সহ ১০জন জওয়ান আহত হয়েছেন বলে খবর । ইঁটপাটকেল ছোড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
সংবাদমাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, বেরিপালি থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (আইআইসি) ধীরেন্দ্র কুমার সোয়েন ঘটনার পর একটি এফআইআর রজু করেছেন । এফআইআরে ১৫ জন পরিচিত এবং প্রায় দেড় শতাধিক অজানা আততায়ীর নাম উল্লেখ করা হয়েছে। এফআইআর অনুসারে,বুধবার বিকেল ৫ টা নাগাদ গোবিন্দতলা থেকে গোলবাজারের উদ্দেশে রওনা হওয়া বাইক র্যালিটিতে ১,০০০ মোটরসাইকেল চালক অংশ নিয়েছিল । মিছিলের প্রায় অর্ধেক অংশগ্রহণকারী মতিঝরান চক অতিক্রম করে, বাকিরা কিছু সময়ের জন্য সেখানে অবস্থান করে। সমাবেশে অংশগ্রহণকারীরা ‘জয় শ্রী রাম’ ও ‘জয় বজরং বালি’ স্লোগান দিচ্ছিল । এরপর প্রায় দুই শতাধিক মুসলমান লোহার রড, লাঠি ও তরবারি নিয়ে মিছিলে হামলা চালায় । তারা সমাবেশে যোগদানকারীদের গালিগালাজ করে অবিলম্বে জায়গা খালি করার হুমকি দেয় । পাশাপাশি মুসলিম জনতা ক্রমাগত ‘সালে কাফির লোগ’, ‘সালে লোগ কো কাট দেঙ্গে, ‘সালে কো ইন্ডিয়া ওয়াপাস না দেঙ্গে’ বলে চিৎকার করতে থাকে বলে অভিযোগ । এমনকি মসজিদের ছাদ থেকে শোভাযাত্রা লক্ষ্য করে এলোপাথাড়ি ইঁটপাটকেল ছোড়া হয় ।
এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । যে কারনে ঘটনার পর থেকে সম্বলপুর জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । ঘটনার পর থেকে শুক্রবার পর্যন্ত জেলায় হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট বন্ধ ছিল বলে জানা গেছে । পরিকল্পিত ভাবে ঘটনাটি ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।।
★আহত এক মহিলাসহ নিরাপত্তারক্ষীরা । ছবি সৌজন্যে হিন্দু পোস্ট ।