এইদিন ওয়েবডেস্ক,গুজরাট,১৬ সেপ্টেম্বর : হরিয়ানার নুহ জেলার মেওয়াতের মত সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর চেষ্টা হল গুজরাটে । গুজরাটের খেদা (Kheda)জেলার থাসরাতে শ্রাবণ মাসের অমাবস্যায় মহাদেবের শোভাযাত্রার উপর পাথর ছোড়া হল স্থানীয় একটি মসজিদের ছাদ থেকে । পাথরের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পূণ্যার্থী । আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গেছে । এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । ঘটনার পর থাসরা, ডাকোর, সেবালিয়া সহ বিভিন্ন জেলা থেকে এলসিবি, এসওজি ঘটনাস্থলে ছুটে যায় । ছুটে আসেন খেদার এসপি রাজেশ গাড়িয়া ।
ভিটিভি গুজরাটির প্রতিবেদনে জানা গেছে,শ্রাবণ মাসের অমাবস্যা উপলক্ষে অমাসে থাসারা গ্রামে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক যাত্রার আয়োজন করা হয়েছিল । শোভাযাত্রার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল এবং প্রশাসনের অনুমতিও ছিল । অভিযোগ,ওই শোভাযাত্রার উপর হামলার পরিকল্পনা করে রেখেছিল স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন । সেই কারনে তারা আগে থেকেই স্থানীয় মসজিদের ছাদে প্রচুর পরিমান ইঁটপাটকেল জড়ো করে রেখেছিল । আর জলাভিষেক যাত্রাটি মসজিদের সামনে সড়ক পথ দিয়ে যেতেই ছাদ থেকে ব্যাপক ইঁটপাটকেল বৃষ্টি শুরু হয় ।
তবে গুজরাটে দাঙ্গা লাগানোর চেষ্টা এই প্রথম নয় । বিগত ২-৩ বছরে একাধিকবার দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে গুজরাটে । ২০২১ সালের আগস্টে থাসারায় জুলুসদের উচ্ছেদ নিয়ে পুলিশের ওপর ব্যাপক পাথরবাজি,পুলিশের গাড়ি ভাঙচুর এবং অঅগ্নিসংযোগের ঘটনা ঘটেছে । পরের বছর (২০২২) অক্টোবরে উধেলায় গরবা উৎসবের সময় ভিড়ের মধ্যে পাথরবাজির ঘটনা ঘটে । পাথরের আঘাতে ৬ থেকে ৮ জন আহত হয় । আহত হয় দুই পুলিশ সদস্যও । ওই বছরের এপ্রিল থাসরার সন্ধিলে রামনবমীর দিন উস্কানিমূলক ভিডিও পোস্ট করে অশান্তি ছড়ানোর চেষ্টা হয়েছিল ।
খেদা (Kheda)জেলার থাসরাতে জলাভিষেক যাত্রায় পাথরবাজির ভিডিও পোস্ট করে গুজরাটের বজরং দল লিখেছে,’প্রতিদিন লাধুমতি সম্প্রদায়ের দ্বারা হিন্দুদের যাত্রার উপর হামলা হয়, আজ গুজরাটের থাসরাতে নুহের কায়দায় শ্রাবণী যাত্রায় মসজিদ থেকে ভারী পাথর ছোড়া হয় । জুমার নামাজে হিন্দুরা কখনো হামলা করেনি, গুজরাটে হিন্দুরা আর কতদিন সহনশীল থাকবে?’ পাশাপাশি লেখা হয়েছে,’হিন্দুরাও জবাব দিতে শুরু করলে কি হবে..? অনেক নারী ও শিশু গুরুতর আহত,
ভিডিওতে দেখা মসজিদ ও স্থানীয় বাড়িতে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে বুলডোজার ব্যবহার করে কঠোর ব্যবস্থা নিতে হবে ।’।