এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ জানুয়ারী : উদ্বোধনের দু’দিনের মাথায় হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে । ঘটনাস্থল মালদা জেলার কুমারগঞ্জ রেলওয়ে স্টেশন । রেলের এক আধিকারিক জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় মালদা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কুমারগঞ্জ রেলওয়ে স্টেশনে । ২২৩০৩ বন্দে ভারত এক্সপ্রেসের কোচ নম্বর সি-১৩-এর জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে । সোমবার বিকেল ৫ টা থেকে ১০ টার মধ্যে এই ঘটনার পর মাঝপথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান তিনি । মালদা টাউন গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের আইসি প্রশান্ত রাই জানিয়েছেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনার তদন্ত করছে ।
ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ এবং ‘পীড়াদায়ক’ বলে বর্ণনা করে নিন্দা জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি টুইটারে লিখেছেন,’পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসে পাথর নিক্ষেপ করা হয়েছে । উদ্বোধনের দিনে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার জন্য এটি কি প্রতিশোধ ? আমি পিএমও ইন্ডিয়া এবং রেল মিনিস্টার ইন্ডিয়াকে এনআইএ-এর কাছে তদন্ত হস্তান্তর করার এবং অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি ।’
উল্লেখ্য,ইংরাজী নতুন বছরের আগে পশ্চিমবঙ্গকে একগুচ্ছ উপহার দিয়েছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গত ৩০ ডিসেম্বর মায়ের অন্তেষ্টিক্রিয়া করার পরেই হাওড়া-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন তিনি ।।