🌼 “ঈশ্বরে লেগে থাকো-দেহে বা অন্য কোথাও কি হচ্ছে, কে গ্রাহ্য করে ? যখন নানা বিপদ দুঃখ এসে বিভীষিকা দেখাতে থাকে, তখন বলো,’হে আমার ভগবান, হে আমার প্রিয়’; যখন মৃত্যুর ভীষণ যাতনা হ’তে থাকে, তখনও বলো ‘হে আমার ভগবান, হে আমার প্রিয়’ ; জগতে যত রকম দুঃখ বিপদ আসতে পারে তা এলেও বলো, ‘হে ভগবান, হে আমার প্রিয়, তুমি এখানেই রয়েছ,তোমাকে আমি দেখছি, তুমি আমার সঙ্গে রয়েছ, তোমাকে আমি অনুভব করছি।
আমি তোমার, আমায় টেনে নাও, প্রভু : আমি এই জগতের নই, আমি তোমার—তুমি আমায় ত্যাগ ক’রো না।’ হীরার খনি ছেড়ে কাচখণ্ডের অন্বেষণে যেও না। এই জীবনটা একটা মস্ত সুযোগ- তোমরা কি এই সুযোগ অবহেলা করে সংসারের সুখ খুঁজতে যাবে ? তিনি সকল আনন্দের প্রস্রবণ—সেই পরম বস্তুর অনুসন্ধান কর, সেই পরম বস্তুই তোমাদের জীবনের লক্ষ্য হোক, তা হ’লে নিশ্চয়ই সেই পরম বস্তু লাভ করবে।”