এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৮ এপ্রিল : প্রয়াগরাজে উমেশ পালের অন্যতম খুনি গুড্ডু মুসলিমের হদিশ পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) । সূত্রের খবর, পুলিশের হেফাজতে মাফিয়া ডন আতিক আহমেদ ও তার ভাই আশরাফ খুন হওয়ার পর ইন্টারনেট কলের মাধ্যমে প্রয়াগরাজে তার এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে গুড্ডু । আর সেই কলের সূত্রে এসটিএফ জানতে পারে গুড্ডু মুসলিম কর্ণাটকে রয়েছে । উল্লেখ্য,আতিক গ্যাংয়ের অন্যতম সদস্য গুড্ডু মুসলিমের উপর পাঁচ লাখ টাকার পুরষ্কার ঘোষণা করেছিল পুলিশ । এখন তাকে গ্রেফতার করতে পারলে আতিক গ্যাং সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী দল । গুড্ডু মুসলিম ছাড়াও উমেশ পাল হত্যাকাণ্ডের আরও দুই পলাতক শ্যুটার আরমান এবং সাবিরের সন্ধানে হন্যে হয়ে ঘুরছে এসটিএফ- এর বেশ কয়েকটি দল । আরমান ও সাবিরের উপরেও পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
তদন্তকারী দল জানতে পেরেছে,কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে আতিকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । ওই সন্ত্রাসবাদী সংগঠনের মাধ্যমে পাকিস্থান থেকে চোরাপথে অস্ত্র আনাতো আতিক । আর এই সম্পর্কীয় বহু গোপন তথ্য জানে গুড্ডু মুসলিম । উমেশ পালকে নির্মমভাবে হত্যার পর ঝাঁসিতে পালিয়ে যায় গুড্ডু মুসলিম । এনকাউন্টারে নিহত আতিকের ছেলে ও শুটার গোলামকেও সে আশ্রয় দিয়েছিল বলে জানতে পারে এসটিএফ ।
জানা গেছে,দিল্লির শাহীনবাগ এলাকায় আতিক আহমেদের বহু বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে পুলিশ । সেখান থেকে ভাড়া বাবদ প্রতিমাসে লাখ লাখ টাকা পেত আতিকের পরিবার । আতিক হীরার ব্যবসায় বিপুল পরিমাণ বিনিয়োগ করেছিল বলে জানতে পেরেছে তদন্তকারী দল । আতিকের পাশাপাশি এখন তার শ্যালক আখলাকের বেনামি সম্পত্তির উপরেও নজর রয়েছে উত্তরপ্রদেশের পুলিশের ।।