এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : আজ অযোদ্ধায় শ্রীরাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য জুড়ে ‘সম্প্রীতি মিছিল’ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস । পূর্ব বর্ধমান জেলার ভাতারেও তৃণমূলের পক্ষ থেকে আজ ভাতার বাজারে মিছিল করা হয়েছিল । মিছিল শেষে রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোঁয়ার প্রকাশ্য মঞ্চে স্থানীয় বিজেপির যুব নেতাকে হুমকি দিতে শোনা গেছে । শান্তনু বলেন,’শুইয়ে দেব, খুব সন্তর্পনে পা ফেলবেন,ভাতারের শাসক দল হিসেবে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমরা নিয়েছি । গঠনমূলক সমালোচনা করুন ।’
উল্লেখ্য,আজ ভাতার বাজারে রামমন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং-এর ব্যবস্থা করা হয়েছিল । উদ্যোক্তা ছিল বিজেপি, আরএসএস এবং বজরং দলের মত কিছু হিন্দুত্ববাদী সংগঠনগুলি । দুপুর পর্যন্ত এই অনুষ্ঠান চলে । ওই অনুষ্ঠান প্রসঙ্গে শান্তনু কোঁয়ার বলেন,’দুপুর দুটো পর্যন্ত আপনার নোংরামি করেছেন, গুটিকয়েক লোক নিয়ে আর দ্বিগুণ হারে পুলিশ নিয়ে । পুলিশ পারমিশন দেবে না আর ওরা থানা থেকে উঠবেই না, ‘বড়বাবু দিতেই হবে’ । বলেছে, ‘মান রক্ষা করতে পারবো না,জেলায় কৈফিয়ত দিতে পারব না, আমাদের একটু জায়গা করে দিন । আমরা রাম মন্দিরে জায়গা পাই আর না পাই ভাতারে যেন একটু জায়গা পাই ।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিকভাবে পতাকা বেঁধেছেন ঠিকই কিন্তু ধর্মের নামে নোংরামি করে গেছেন ।’
অন্যদিকে ভাতারের বিধায়ক তথা এরুয়ার গ্রামের বাসিন্দা মানগোবিন্দ অধিকারী তাঁর গ্রামের এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে বলেন, কিছু চ্যাং মাছ তুরুক তুরুক করে লাফাচ্ছে । যারা ১৯ সালে এরুয়ারে বোম মেরেছিল এখন তারা ভাতারে এসে তুরুক তুরুক করে লাফাচ্ছে । এবারে কিন্তু হাতে ছাই মেখে বসে আছি,আর পিছলে পালিয়ে যেতে দেবো না ।’ এরপর বিধায়ক বিজেপির ওই যুব নেতার উদ্দেশ্যে বলেন,’বাবাজি তোমাকে একটু বলি, তুমি কথাগুলো একটু সাবধানে বলো । আরে আমিতো হায়ার সেকেন্ডারি পাস নই, আমি ফোর পাশ এমএলএ । কিন্তু তুমি বাবা কথাগুলো সংযত ভাবে বলো, যেহেতু তুমি আমাদের বাবাজি হও । তোমাকে সাবধান করে দিচ্ছি ।’
এদিকে যাকে উদ্দেশ্য করে শান্তনু কোঁয়ারের হুশিয়ারি ও বিধায়ক ‘বাবাজি’ সম্বোধন করেছেন সেই বিজেপির যুব নেতা সৌমেন কার্ফা বলেন, ‘বিধায়ক সাহেবকে আমি গালিগালাজ করিনি । উনি ফোর পাশ কিনা আমি জানিনা । বরঞ্চ আপনি নির্বাচন কমিশনের হলফনামায় দিয়েছেন আপনি উচ্চ মাধ্যমিক পাস আমি সেটাই বলেছি । দ্বিতীয়ত, আমাদের এক নেতা মনু অধিকারীকে আপনি চ্যাং মাছ বলেছেন । হাতে ছাই নিয়ে তাকে কি করবেন কাটবেন? সে নাকি বোম মেরেছে বলেছেন । সে বোম মেরেছে নাকি আপনি তার আগের দিন মঙ্গলকোট থেকে লোক নিয়ে এসে তার বাড়ির জানালা দিয়ে গুলি চালিয়েছিলেন ? সুতরাং ভাতারে অশান্তির আগুন আপনি লাগিয়েছেন ।’
তিনি আরও বলেন,’আপনার এলাকায় আপনি বাদরামি করতে পারেন, কিন্তু এখানে এসে যদি ভাবেন যে চমকাবো তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন । আপনি হাতে ছাই মেখে বসে থাকুন দেখবেন ওটা চ্যাং মাছ না হয়ে যেন বিছের মতো কামড়ে না দেয় ।’
তবে বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেও শান্তনু কোঁয়ারের মন্তব্যের কোন উত্তর দেননি বিজেপির ওই যুবনেতা । উল্লেখ্য,তৃণমূলের এক ব্লক নেতার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে সৌমেন কার্ফার ৷ একারনেই তাকে ‘বাবাজি’ বলে সম্বোধন করেন বিধায়ক ।।