দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে দূষন মাপার যন্ত্র বসাচ্ছে রাজ্য দূষন নিয়ন্ত্রণ পর্ষদ । দূষণ মাপতে ‘এয়ার অ্যাণ্ড নয়েজ’ মনিটরিং স্টেশন তৈরি করা হচ্ছে কাটোয়া শহরে । ওই যন্ত্রের ডিসপ্লে বোর্ডে দেখা যাবে শহরের দূষনের মাত্রা । পুরসভা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই এই যন্ত্র বসানোর কাজ সম্পন্ন হয়ে যাবে । একটি বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে এই যন্ত্র বসানোর জন্য ।
করোনা মহামারীর সময় বিগত ২ বছর বিধিনিষেধের কারনে কলকারখানা ও যানবাহন বন্ধ থাকায় দেশ জুড়ে উল্লেখযোগ্য ভাবে কম ছিল দূষনের মাত্রা । কিন্তু বিধিনিষেধ উঠে যাওয়ার পরেই ফের পাল্লা দিয়ে দূষনের মাত্রা বেড়ে চলেছে । দূষনের হাত থেকে রেহাই পাচ্ছে না কাটোয়া শহরও । কিন্তু এতদিন দূষন মাপার ব্যবস্থা না থাকায় শহরে বায়ু ঠিক কি পরিমান দূষিত হচ্ছে তা বোজা সম্ভব হচ্ছিল না । এবার ‘এয়ার অ্যাণ্ড নয়েজ’ মনিটরিং স্টেশন স্থাপনের ফলে দূষণ সম্পর্কে ধারণা তৈরির পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে বলে মনে করছেন কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা ।
সমীরবাবু জানিয়েছেন,’এয়ার অ্যাণ্ড নয়েজ’ মনিটরিং স্টেশন থেকে তাপমাত্রা, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, ধূলিকণার পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি না কম তা জানা সম্ভব হবে । যদি দেখা যায় যে দূষণের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে তাহলে দূষণ নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিন্তাভাবনা করা হবে ।।