এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ সেপ্টেম্বর : সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে ফোন নম্বরে বা হোয়াটসঅ্যাপে ট্র্যাফিক আইন ভঙ্গের জন্য “চালান”-এর একটা নোটিশ পাঠানো হচ্ছে ৷ যাতে কোনো বাইক বা গাড়ির নম্বর উল্লেখ করে লেখা হচ্ছে : “আমরা আপনাকে জানাতে চাই যে লাল সংকেত লঙ্ঘনের জন্য আপনার গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে, যা ট্রাফিক নিয়ম লঙ্ঘন।” এরপর লঙ্ঘনের বিবরণে চালান নম্বর,লঙ্ঘনের বিবরণ ও আর্থিক জরিমানা উল্লেখ করে দেওয়া হচ্ছে । কিন্তু মজার বিষয় হল যে, যার বাইসাইকেল পর্যন্ত নেই তার ফোনেও আসছে এই ধরনের “চালান বার্তা”৷ বিষয়টি নিয়ে সতর্ক করে দিয়েছে রাজ্য পুলিশ ।
রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের একটি পোস্টে নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, ‘ট্র্যাফিক আইন ভঙ্গের ভুয়ো নোটিসের মাধ্যমে স্ক্যাম: সতর্ক থাকুন! ট্র্যাফিক আইন ভঙ্গের একটি ভুয়ো নোটিস সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করছি। অনেকে এই নোটিস পাচ্ছেন এস.এম.এস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই ভুয়ো নোটিসগুলো দেখতে আসল মনে হলেও এতে একটি ক্ষতিকারক অ্যাপের লিঙ্ক রয়েছে, যা ক্লিক করে ডাউনলোড করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারকরা টাকা হাতিয়ে নেবে। এই ধরনের কোনো সন্দেহজনক মেসেজের লিঙ্কে কখনওই ক্লিক করবেন না। পুলিশ বিভাগ কখনও এভাবে লিঙ্কের মাধ্যমে ট্র্যাফিক আইনভঙ্গের ফাইন চায় না। যদি আপনি এমন কোনো সন্দেহজনক মেসেজ পান, তাহলে অবিলম্বে সাইবার ক্রাইম সেলে রিপোর্ট করুন এবং সেটি ডিলিট করে দিন। নিরাপদ থাকুন এবং সতর্ক থাকুন!’ পাশাপাশি বিষয়টি নিয়ে সকলকে সতর্ক করে দেওয়ার আহ্বান জানিয়ে লেখা হয়েছে,’অনুরোধ, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করুন। যত বেশি মানুষের কাছে এই সতর্কবার্তা পৌঁছয়, ততই ভাল।’
প্রসঙ্গত,অনলাইন লেনদেন যত বৃদ্ধি পাচ্ছে ততই বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা । কেন্দ্র সরকারের দেওয়া তথ্যে দেখা গিয়েছে, শুধুমাত্র ২০২৪ সালে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে ২২,৮৪৫.৭৩ কোটি টাকা খুইয়েছেন নাগরিকেরা। যা ২০২৩ সালের তুলনায় ২০৬% বেশি । গত বছরে শুধুমাত্র কলকাতায় যেভাবে সাইবার অপরাধের ঘটনা ঘটেছে তা হতবাক করে দেওয়ার মতো। কলকাতা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত এক বছরে শহরে সবমিলিয়ে সাইবার প্রতারণা হয়েছে ১০০ কোটি টাকার আর তার মধ্যে মাত্র ১৫ শতাংশ উদ্ধার করতে পেরেছে পুলিশ।সাইবার প্রতারণা রুখতে ২০২৪ সালে কেন্দ্র একাধিক পদক্ষেপ করেছে। দেশজুড়ে সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত ৬ লক্ষেরও বেশি সিমকার্ড এবং ১ লক্ষের বেশি আইএমইআই নম্বর ব্লক করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছিল যে, দেশ জুড়ে সাইবার প্রতারণার ৯ লক্ষ ৯৪ হাজারের বেশি অভিযোগের ক্ষেত্রে ৩ হাজার ৪৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে । এই জালিয়াতি রুখতে মানুষকে চোখকান খোলা রাখার জন্য প্রশাসনিকভাবে বারবার আহ্বান জানানো হয় ।।

