এইদিন ওয়েবডেস্ক,মালদা,২২ জানুয়ারী : মালদার গাজোলে কন্টেনার ভর্তি নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল রাজ্য পুলিশের এসটিএফ । উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো ওই কন্টেনারে বেশ কয়েকটি সাদা রঙের বস্তা ভর্তি বিপুল পরিমান কাশির সিরাপ উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান,বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ওই বিপুল পরিমান কাফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল । পুলিশ দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের প্লেট নাম্বার লাগানো বোলেরো গাড়ি ও একটি উত্তরপ্রদেশে নম্বর প্লেট লাগানো ওই কন্টেনারের চালককে ধরেছে ।
জানা গিয়েছে,গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের ৫১২ নং জাতীয় সড়ক এলাকায় ওৎপেতে বসেছিল পুলিশ । সেই সময় । মালদা থেকে বালুঘাটের মুখে যাওয়া ওই কন্টেনারটি পুলিশ আটকায় । জিজ্ঞাসাবাদের সময় চালকের সন্দেহজনক কর্তাবার্তায় সন্দেহ হলে গাজোল থানার পুলিশের সহায়তায় এসটিএফ-এর জওয়ানরা কন্টেনারে তল্লাশি অভিযান চালায় । পুলিশ লরিতে সারি দিয়ে রাখা পলিথিনের সাদা ভর্তি বস্তা দেখতে পায় । এরপর বস্তা খুলতেই নিষিদ্ধ কাফ সিরাপ নজরে পরে পুলিশের । ওই সিরাপ তারা কোথা থেকে আনছিল এবং কোথায় পাচারের মতলব করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।।