এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ মে : মঙ্গলবার বিকেলে বড়সড় একটা দল নিয়ে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে আচমকা তল্লাশি অভিযান শুরু করে পুলিশ । এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু । তিনি দাবি করেন যে অভিষেক ব্যানার্জির নির্দেশেই তার ভাড়া বাড়িতে আই প্যাকের লোকজনদের সাথে নিয়ে তল্লাশি চলিয়েছিল কোলাঘাট থানার পুলিশ । ঘরে বেআইনি অস্ত্র,জাল নোট বা মাদক রাখার ষড়যন্ত্র করা হয়েছিল বলে তিনি অভিযোগ তোলেন । বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী । যদিও পুলিশের দাবি,শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়িতে এক দুষ্কৃতী আশ্রয় নিয়েছে এবং প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র লুকনো রয়েছে বলে খবর আসার পরই তল্লাশি অভিযান চলানো হয় ।
আজ সেই মামলার শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য পুলিশকে । রাজ্যের তরফে আইনজবী সম্রাট সেন যখন বলেন যে বাড়িটিতে তল্লাশি চালানো হয়েছিল, সেটা শুভেন্দু অধিকারীর বাড়ি নয়, সেটি সুরজিৎ দাস নামে এক ব্যক্তির, যদি কোনও অভিযোগ ওঠে তাহলে পুলিশ সেটা খতিয়ে দেখবে না? এর উত্তরে বিচারপতি অমৃতা সিনহা বলেন,’অভিযোগ পেয়েই কি করে পুলিশ তল্লাশি চালাতে চলে গেল? তার আগে অনুসন্ধান করবে না ? কটি ক্ষেত্রে পুলিশ অভিযোগ পেয়েই চলে যায় ?’ এরপর কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআরের উপর ১৭ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন বিচারপতি । মামলার পরিবর্তী শুনানি আগামী ১১ জুন ।।