এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),০১ মার্চ : দিন কয়েক আগে ভোটের দিন বিরোধীরা ঘর থেকে বের হলে ‘হাতকেটে’ নেওয়ার ‘গুরুমন্ত্র’ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা জটিলেশ্বর মন্ডল(Jatileswar Mondal) ওরফে জটিল মণ্ডল । এবারে বিজেপিকে রুখতে “ঝাঁটা-জুতো- লাঠি” হাতে তুলে নেয়ার নিদান দিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত । আজ শুক্রবার গুসকরা শহরের বারোয়ারি তলায় দলীয় জনসভায় বেশ উত্তেজক বক্তব্য রাখতে দেখা যায় শ্রীকান্ত মাহাতকে । বিজেপিকে নিশানা করতে গিয়ে তিনি বলেন, ‘দেশকে বাঁচাতে হলে আপনাকে জাগতে হবে। ঝাঁটা,জুতো, লাঠিসোঁটা নিয়ে বেরোতে হবে,দেশের মাটি টাকে রক্ষা করার জন্য । এই মাটি কোম্পানি কর্পোরেটদের মাটি হতে দেব না । ভারতবর্ষের পার্লামেন্টের আইন কর্পোরেটের জন্য তৈরি হবে না। ভারতবর্ষের আইন জনগণের জন্য তৈরি হবে । ভারতবর্ষের জনগণের স্বাধিকার,অধিকার থাকবে না কেন ?’
মন্ত্রী শ্রীকান্ত মাহাতের বক্তব্য শুনুন :👇
দুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়া তৃণমূল কংগ্রেসের এই মন্ত্রী বলেন, ‘যারা ৮০ হাজার কোটি টাকা ডাকাতি করে নেয় তারা বলছে চোর ধরবে । টাকা দেওয়ার চোর ধরবে । চালুনির ছুচের বিচার করে । সারা দেশকে তছনছ করে দিচ্ছে বিজেপি,নরেন্দ্র মোদীরা ।’
রাজ্যের মন্ত্রীকে সিএএ ও এনআরসির বিরোধিতা করে বলতে শোনা যায়, এরা সিদ্ধান্ত নিয়েছে যে সিএএ আর এনআরসি লাগু করে গরিব মানুষেরা যাতে খেতে পড়তে না পারে তার ব্যবস্থা করবে । আগামী দিনে আপনারা সতর্ক হোন জেগে উঠুন ।’ মন্ত্রীর কথায়,’২০২৪ সালে বিজেপিকে উৎখাত করতে না পারলে ভারতবর্ষের মাটি জনগণ আর থাকবে না ।’ সিপিএমের নেতাদের কায়দায় মন্ত্রী বলেন, ‘বনিকের মানদণ্ড দেখা দিচ্ছে রাজদণ্ড রূপে । বণিক রাজ,কোম্পানি রাজ,কর্পোরেট রাজ কায়েম হচ্ছে । জাগো জনগণ, বাঁচাও দেশ ।’
এদিনের সবাই মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায় সহ স্থানীয় তৃণমূল নেতারা । মূলত তৃণমূলের ডাকা ১০ মার্চ কলকাতায় ‘জনগর্জন সভা’কে সফল করার জন্য আজকের এই জনসভা করা হয়েছিল ।।