এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ সেপ্টেম্বর : প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আজ শনিবার কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ এর আগে বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল টাকা উদ্ধার করে ইডি । তাকে বারবার তলবও করা হয়। কিন্তু তিনি ইডির দপ্তরে হাজিরা এড়িয়ে যান । বাধ্য হয়ে গত মাসে তিনি ইডির দপ্তরে হাজিরা দেন। সম্প্রতি প্রাথমিক মামলায় ইডি চন্দ্রনাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছিল ।
অবশেষে আজ আদালতে আত্মসমর্পণ করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ তিনি জামিনের জন্য আবেদন জানান৷ ইডি তাকে হেফাজতে নিতে আবেদন জানিয়েছিল । কিন্তু ইডির আবেদন খারিজ করে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করে আদালত ৷ তবে চন্দ্রনাথের গতিবিধির উপর বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত ৷ তার মধ্যে নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না তিনি । আগামী ১৬ সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার পরবর্তী শুনানি। বিচারকের নির্দেশ অনুযায়ী, ওইদিন তাকে আদালতে হাজির হতে হবে। এছাড়া তাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়ায় তদন্তকারী দলকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত,নিয়োগ দুর্নীতি মামলায় ইডি কুন্তল ঘোষের কাছে থেকে যে ডায়েরি উদ্ধার করেছিল তাতে এই দুর্নীতির সঙ্গে জড়িত শতাধিক নাম পাওয়া যায় । তার মধ্যে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম ছিল । সেই সূত্রে ইডির র্যাডারে চলে আসেন তিনি । চন্দ্রনাথ এতদিন রেহাই পেয়ে যান কারন রাজভবন থেকে চার্জশিটের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় নথি পায়নি ইডি । চলতি মাসে সেই জটিলতা কাটলে আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি।।