এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ অক্টোবর : নিয়োগ দূর্নীতি মামলায় রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে টানা ১৯ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) । বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয় তল্লাশি অভিযান । চলে রাত প্রায় দেড়টা পর্যন্ত । তদন্তকারী দল বেরোনোর সময়ে তাঁদের হাতে বেশ কিছু নথিও ছিল বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে ইডির তরফে এখনো কিছু জানানো হয়নি । রথীন ঘোষের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা বাড়ির সামনে ভিড় করেছিল, আধিকারিকদের যাতে কোন সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য খাদ্যমন্ত্রী নিজে বেরিয়ে এসে ইডি আধিকারিকদের চলে যেতে সহযোগিতা করেন । সংবাদ মাধ্যমের সামনে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন ইডির আধিকারিকরা তার সাথে খারাপ আচরণ করেনি।
অন্যদিকে কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের বাগুইআটি অর্জুনপুরের বাড়িতে দীর্ঘ প্রায় ২২ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে ইডি । বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান । পাশাপাশি প্রায় ১৫ ঘন্টা ধরে ইডির তল্লাশি অভিযান চলে দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্তের লেকটাউন শ্রীভূমির ফ্ল্যাটেও । এছাড়া দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার বাড়িতেও হানা দেয় ইডির তদন্তকারী দল । ওই সমস্ত জায়গায় বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর । প্রসঙ্গত, নিয়োগ দূর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সময়সীমা বেঁধে দেওয়ার পর থেকেই তেড়েফুঁড়ে মাঠে নেমে পড়েছে জাতীয় তদন্তকারী সংস্থা ।।