এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ এপ্রিল : হাওড়ার কাশীপুর ও হুগলির রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় পরক্ষে রাজ্য বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন বিজেপি রাজ্যে ভেদাভেদ বাড়ানোর পরিকল্পনা করেছে । সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের ভিডিও ক্লিপ নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ।
ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে,’হাওড়ায় যে ঘটনাটা ঘটল সেটা কি পরিকল্পিত ? রিষড়ায় যে ঘটনাটা ঘটল সেটা কি পরিকল্পিত ? দেশের ১০০ টা জায়গায় যে ঘটনা ঘটেছে সেটা কি পরিকল্পিত ? এমনকি এবারেও বিজেপি যে আভ্যন্তরীন মিটিং করেছে তাতে বলেছে সাম্প্রদায়িক হিংসা বাড়াও । বর্ণবাদ বাড়াও, জাতিগত দাঙ্গা লাগাও । আর কি বলেছে? দরকার হলে উত্তরবঙ্গে, পাহাড়ে পরোক্ষভাবে সমর্থন করো । কারন যেমন করেই হোক আমায় জিততে হবে । যেমন তেমন করে জেতা যায় না । মানুষকে বিশ্বাস করতে হয় ।’
ওই ভিডিওর সাথে সুকান্ত মজুমদার পোস্টে লিখেছেন,’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলনে যে নির্লজ্জ মিথ্যাচার করেছেন, ২৪ ঘন্টার মধ্যে তার প্রমাণ পেশ করার জন্য আমি চ্যালেঞ্জ জানাচ্ছি । তাতে ব্যর্থ হলে,বঙ্গ বিজেপি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে । আপনি যদি সূর্যের দিকে থুথু ফেলেন তবে তা আপনার মুখেই পড়বে !’।