প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ এপ্রিল : লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে।শুক্রবার সকাল থেকেই শুরু হবে প্রথম দফার নির্বাচন। তারই প্রাক্কালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে গ্রেপ্তারের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনায় দলীয় কর্মসূচি সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,’যে ’লিকার স্ক্যামে’ ১০০ কোটি টাকার অভিযোগ উঠেছে তার ৫৫ কোটি টাকা ’ইলেক্টোরাল বন্ডের’ মাধ্যমে বিজেপির একাউন্টে গেছে। তাহলে এই কেসে কেজরিওয়াল জেলে থাকলে জে পি নাড্ডা জেলে থাকবেন না কেন?ইডির তো উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকেও গ্রেফতার করা। লোকসভা ভোটের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।
লোকসভা ভোটের সময় বাংলায় এনআইএ ,সিবিআই ও গভির তৎপরতা ভাড়া নিয়ে প্রতিটি জনসভা থেকেই সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন আবহে এদিন ইডিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, আমি তো হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে লড়ছি।সুপ্রিম কোর্টে ইডিকে তো ক্ষমা চাইতে হয়েছে।এয়ারপোর্টে আমাকে আটকে ছিল বলে ইডি সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছে।
কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের ’ভয়েস ক্লিপিং’ মিলেছে বলে ইডির দাবি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,“কার সাথে কার কথা সেটা ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না।ইড যদি কোন দাবি করে থাকে সেটা আদালতে জানাবে। সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে ’ভয়েস ক্লিপিং টা’ যার সাথে অর্থাৎ যার সাথে সুজয় কৃষ্ণের কথা সেই ব্যক্তিকে কি ইডি অ্যারেস্ট করেছে?এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন তুলেছেন।
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবার মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক শর্মিলা সরকারকে প্রার্থী করেছে । তাঁর বিরুদ্ধে বিজেপি ও সিপিএম উভয়েই প্রার্থী দাঁড় করিয়েছে। এদিন জেলার কালনা শহরের একটি প্রেক্ষাগৃহে এই লোকসভার নবগঠিত নির্বাচনী কমিটিকে নিয়ে পর্যালোচনা বেঠক সারেন অভিষেক । বৈঠক শেষে তিনি জানান, গত লোকসভা ভোটের চাইতেও এবার তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট প্রাপ্তি অনেক বাড়বে । এই লোকসভার সাতটি বিধানসভাতেও তৃণমূলের নিরঙ্কুশ জনসমর্থন থাকবে । অধীর চৌধুরীর মেজাজ হারানোকে হতাশার বহিঃপ্রকাশ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন।একই ভাবে বিজেপির অগ্নিমিত্রা পলের থানায় ঢুকে পুলিশ কে হুমকি দেওয়াটাকেও হতাশার বহিঃপ্রকাশ বলে তিনি দাবি কর বলেন,ওদের পায়ের নিচে মাটি নেই । ভোটের ফল বের হলেই সেটা পরিস্কার হয়ে যাবে ।।