এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ এপ্রিল : সোমবার বিকেল ৬ টায় যোগ্য চাকরিপ্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের(এসএসসি) । কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথামত কোনও তালিকা প্রকাশ না করা হলে এসএসসি ভবনের বাইরে ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষকরা । তাঁদের অভিযোগ,রাজ্য সরকার ও এসএসসি মিলে ফের কোনো গভীর ষড়যন্ত্র করছে । কোনো এক অজ্ঞাত কারনে তারা প্রথম তিনটে কাউন্সেলিংয়ের তালিকা প্রকাশ করতে চাইছে । রাতভর এসএসসি ভবন ঘেরাও করে পুলিশের সামনেই “চোর চোর” শ্লোগান দেন তারা । এসএসসি ভবনের ভেতরেই আটকে থাকেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি নিজের জন্য বিরিয়ানি ও পিতজা অর্ডার করেছিলেন । কিন্তু ওই খাদ্য সামগ্রী তার কাছ পর্যন্ত পৌঁছায়নি । সব নষ্ট করে দেন আন্দোলনকারীরা । তারা বলেন, ‘আমরা অভুক্ত আর চেয়ারম্যান অফিসে বসে বিরিয়ানি খাবেন এটা হতে পারে না’ । এমনকি চেয়ারম্যানের ওষুধ পর্যন্ত কেড়ে নেওয়া হয় । এদিকে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের জল ও শৌচাগার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে । শেষ পর্যন্ত বিজেপি নেতা সাহায্যের হাত বাড়িয়ে দেন । তিনি চাকরিহারা শিক্ষকদের পানীয় জলের ব্যবস্থা করেন । সজল ঘোষ বলেছেন,’না কোন রাজনৈতিক কারণে নয়, সম্পূর্ণ মানবিকভাবে, সরকারের দমন পীড়ন নীতির বিরুদ্ধে, যেখানে বায়ো টয়লেট, পানীয় জলের প্রবেশ নিষিদ্ধ, সেখানে কিছু জল নিয়ে পৌছালাম। বায়ো টয়লেট আসছে ।’
যোগ্যদের তালিকা না বেরোনো পর্যন্ত এসএসসি ভবন থেকে কাউকে বের হতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন বিক্ষোভরত চাকরিহারা শিক্ষকরা । এরই মাঝে রাত দেড়টা নাগাদ এসএসসি ভবন থেকে সিভিল ড্রেসে এক পুলিশ কর্মী বের হচ্ছিলেন। সেসময় তাকে এসএসসি ভবনের কর্মী ভেবে চাকরিহারা শিক্ষকরা তাকে আটকানোর চেষ্টা করলে প্রবল ধস্তাধস্তি শুরু হয়। ফলে আচার্য সদনের সামনে ব্যাপক উত্তেজনার তৈরি হয়। বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। পালটা পুলিশ গুঁতো মারছে বলে অভিযোগ করেন এক শিক্ষিকা। শেষ পর্যন্ত চাকরিহারাদের চাপে পিছু হঠে পুলিশ। এদিকে করুণাময়ীতে কাঁদানে গ্যাস, লাঠি হাতে তৈরি থাকে রাজ্য পুলিশের ব়্যাফ। কার্যত খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় ।
যদিও এতকিছুর পরেও আচার্য সদন থেকে যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি । পরিবর্তে মধ্যরাতে এসএসসি বিবৃতি জারি করে বলেছে যে শীর্ষ আদালতের নিয়মের বাইরে কাজ করবে না তারা । তাই যারা ক্লাসে ফিরেছেন, তাদের চলতি নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তবেই তালিকা প্রকাশ করা হবে। আইনজ্ঞদের পরামর্শ পাওয়া যায়নি। গাইডলাইনে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের কথা বলা নেই। তাই রিভিউ পিটিশনের আগে কোনও তালিকা প্রকাশ করা হবে না । যদিও চাকরিহারাদের দাবি,ফের নতুন করে কোনো ষড়যন্ত্র করছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার ও এসএসসি। যোগ্য অযোগ্য বাছাই করতে সুপ্রিম কোর্ট স্পষ্ট গাইডলাইন দিয়েছে বলে দাবি চাকরিহারাদের । আর সরকার এখন নতুন কোনো ফন্দি করছে ।।