আজ তোমার জন্য কবিতা লিখি
তোমার জন্য সুখে বসবাস
তোমার সৃষ্টি কৃষ্টি যাইনি ভুলে হে শ্রমিকগণ।
আট ঘন্টার দাবিতে হে মার্কেটে
হয়েছিল জমায়েত
বোমা নিক্ষেপ পুলিশের গুলিবর্ষণ
মনে পড়ে আজকের দিনটা তোমার কথা সাজাই।
তুমি এসো
বারো ঘন্টায় চলে না পেট।বানায় রাজপ্রাসাদ
কন্যার বিবাহে।হয়ে যায় করুণ দুর্দশা।
অন্যায় অবিচার
এখনোও হাল চলেই তাদের শরীরের উপর
তোমার জন্যে স্মৃতির কাহন ফুলের পাপড়ি গুলো।
তোমার কর্মে রাজ প্রাসাদ
তোমার জন্য পৃথিবী হাতের মুঠোয়
তোমার কর্মে বানিয়েছি,চার দেয়ালের মধ্যে স্বর্গপুরী।
তুমি আছো বানিয়েছি
তাজমহল লালকেল্লা হাজারদুয়ারি
স্বপ্ন আমার অকাল। এ.সি গাড়ি শ্রমিক তোমার অবদান।
তোমার জন্য কবিতা লিখি
ঈশ্বরের নাম জপি মন্দির মসজিদ গির্জাতে বসে
শ্রমিক তোমারই অবদান জীবনই সংগ্রাম।।