শরতের সোনালী রোদ ঝলমল এক খুশির দিন,
মোদের প্রিয় মহানায়কের আজকে শুভ জন্মদিন।
শুধুই কি তুমি ছিলে ঐ “বসু পরিবারে”?
আজও তব স্থান সব বাঙালির অন্তরে।
তুমি ছিলে “বন্ধু” ছিলে যে “সবার উপরে”,
“সব্যসাচী” “অগ্নিশ্বর” আর “মরণের পরে”।
তোমার ছিল “রাজাসাজা”মোদের “চাওয়া-পাওয়া”,
“আলো আমার আলো” আর তব ঐ “রৌদ্রচ্ছায়া।
তোমার ছিল “ইন্দ্রাণী” আর একটি “প্রিয় বান্ধবী”,
কে বলে “কলঙ্কিত নায়ক”তোমার যে “দুই পৃথিবী”।
“অন্ধ অতীত” যদি জানতেম মোরা পেতেম “আলোর ঠিকানা”,
“সূর্যসাক্ষী” করে বলতে পারি “সেই চোখ”এ ভরে থাকত শুধু “কান্না”।
যতই বলুক তুমিই “নায়ক” তবু হয়েছিল তোমার “অগ্নিপরীক্ষা”,
দেখো হবে সকল “শাপমোচন” কারণ তুমিই “বহ্নিশিখা”।
আপামর বাঙালির হৃদে তুমি আজও বড়ই আপন,
তোমার চলচ্চিত্র দিয়েই করলাম মোর শ্রদ্ধাজ্ঞাপন।।