• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রীমদ্ভগবদ্গীতা মূলম্ – অষ্টাদশ অধ্যায়ঃ  : শ্রীমদভগবদগীতার সারসংক্ষেপ

Eidin by Eidin
January 24, 2026
in ব্লগ
শ্রীমদ্ভগবদ্গীতা মূলম্ – অষ্টাদশ অধ্যায়ঃ  : শ্রীমদভগবদগীতার সারসংক্ষেপ
3
SHARES
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়টি  মোক্ষসন্ন্যাসযোগ নামে পরিচিত, যা পূর্ববর্তী সতেরোটি অধ্যায়ের সারসংক্ষেপ ও চূড়ান্ত উপসংহার । ৭৮টি শ্লোকের এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ সন্ন্যাস, ত্যাগ, কর্ম, গুণত্রয় (সত্ত্ব, রজঃ, তমঃ), জ্ঞান ও ভক্তির মাহাত্ম্য বর্ণনা করে অর্জুনকে অর্পণ (Surrender) বা শরণাগতির মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি লাভের উপদেশ দিয়েছেন ।

ওং শ্রী পরমাত্মনে নমঃ
অথ অষ্টাদশোঽধ্যায়ঃ ।
মোক্ষসন্ন্যাসয়োগঃ

অর্জুন উবাচ
সংন্য়াসস্য় মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম্ ।
ত্য়াগস্য চ হৃষীকেশ পৃথক্কেশিনিষূদন ॥ 1 ॥

শ্রীভগবানুবাচ
কাম্যানাং কর্মণাং ন্যাসং সংন্যাসং কবয়ো বিদুঃ ।
সর্বকর্মফলত্য়াগং প্রাহুস্ত্য়াগং বিচক্ষণাঃ ॥ 2 ॥

ত্যাজ্য়ং দোষবদিত্য়েকে কর্ম প্রাহুর্মনীষিণঃ ।
যজ্ঞদানতপঃকর্ম ন ত্য়াজ্যমিতি চাপরে ॥ 3 ॥

নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরতসত্তম ।
ত্যাগো হি পুরুষব্য়াঘ্র ত্রিবিধঃ সংপ্রকীর্তিতঃ ॥ 4 ॥

যজ্ঞদানতপঃকর্ম ন ত্যাজ্য়ং কার্যমেব তত্ ।
যজ্ঞো দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম্ ॥ 5 ॥

এতান্যপি তু কর্মাণি সংগং ত্যক্ত্বা ফলানি চ ।
কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম্ ॥ 6 ॥

নিযতস্য তু সংন্যাসঃ কর্মণো নোপপদ্যতে ।
মোহাত্তস্য পরিত্য়াগস্তামসঃ পরিকীর্তিতঃ ॥ 7 ॥

দুঃখমিত্য়েব যত্কর্ম কাযক্লেশভয়াত্ত্যজেত্ ।
স কৃত্বা রাজসং ত্য়াগং নৈব ত্য়াগফলং লভেত্ ॥ 8 ॥

কার্যমিত্য়েব যত্কর্ম নিযতং ক্রিয়তেঽর্জুন ।
সংগং ত্যক্ত্বা ফলং চৈব স ত্য়াগঃ সাত্ত্বিকো মতঃ ॥ 9

ন দ্বেষ্ট্যকুশলং কর্ম কুশলে নানুষজ্জতে ।
ত্য়াগী সত্ত্বসমাবিষ্টো মেধাবী ছিন্নসংশয়ঃ ॥ 10 ॥

ন হি দেহভৃতা শক্যং ত্যক্তুং কর্মাণ্যশেষতঃ ।
যস্তু কর্মফলত্য়াগী স ত্যাগীত্যভিধীয়তে ॥ 11 ॥

অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণঃ ফলম্ ।
ভবত্যত্য়াগিনাং প্রেত্য় ন তু সংন্যাসিনাং ক্বচিত্ ॥ 12

পংচৈতানি মহাবাহো কারণানি নিবোধ মে ।
সাংখ্য়ে কৃতাংতে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম্ ॥ 13 ॥

অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথগ্বিধম্ ।
বিবিধাশ্চ পৃথক্চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম্ ॥ 14 ॥

শরীরবাঙ্মনোভির্যত্কর্ম প্রারভতে নরঃ ।
ন্যায়্য়ং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতবঃ ॥ 15 ॥

তত্রৈবং সতি কর্তারমাত্মানং কেবলং তু যঃ ।
পশ্যত্যকৃতবুদ্ধিত্বান্ন স পশ্যতি দুর্মতিঃ ॥ 16 ॥

যস্য নাহংকৃতো ভাবো বুদ্ধির্যস্য ন লিপ্যতে ।
হত্বাঽপি স ইমাল্লোকান্ন হংতি ন নিবধ্যতে ॥ 17 ॥

জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা ।
করণং কর্ম কর্তেতি ত্রিবিধঃ কর্মসংগ্রহঃ ॥ 18 ॥

জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ ।
প্রোচ্যতে গুণসংখ্য়ানে যথাবচ্ছৃণু তান্যপি ॥ 19 ॥

সর্বভূতেষু যেনৈকং ভাবমব্যযমীক্ষতে ।
অবিভক্তং বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম্ ॥ 20

পৃথক্ত্বেন তু যজ্জ্ঞানং নানাভাবান্পৃথগ্বিধান্ ।
বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম্ ॥ 21 ॥

যত্তু কৃত্স্নবদেকস্মিন্কার্য়ে সক্তমহৈতুকম্ ।
অতত্ত্বার্থবদল্পং চ তত্তামসমুদাহৃতম্ ॥ 22 ॥

নিয়তং সংগরহিতমরাগদ্বেষতঃ কৃতম্ ।
অফলপ্রেপ্সুনা কর্ম যত্তত্সাত্ত্বিকমুচ্যতে ॥ 23 ॥

যত্তু কামেপ্সুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ ।
ক্রিয়তে বহুলায়াসং তদ্রাজসমুদাহৃতম্ ॥ 24 ॥

অনুবংধং ক্ষয়ং হিংসামনপেক্ষ্য় চ পৌরুষম্ ।
মোহাদারভ্যতে কর্ম যত্তত্তামসমুচ্যতে ॥ 25 ॥

মুক্তসংগোঽনহংবাদী ধৃত্য়ুত্সাহসমন্বিতঃ ।
সিদ্ধ্যসিদ্ধ্য়োর্নির্বিকারঃ কর্তা সাত্ত্বিক উচ্যতে ॥ 26 ॥

রাগী কর্মফলপ্রেপ্সুর্লুব্ধো হিংসাত্মকোঽশুচিঃ ।
হর্ষশোকান্বিতঃ কর্তা রাজসঃ পরিকীর্তিতঃ ॥ 27 ॥

অয়ুক্তঃ প্রাকৃতঃ স্তব্ধঃ শঠো নৈষ্কৃতিকোঽলসঃ ।
বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে ॥ 28 ॥

বুদ্ধের্ভেদং ধৃতেশ্চৈব গুণতস্ত্রিবিধং শৃণু ।
প্রোচ্যমানমশেষেণ পৃথক্ত্বেন ধনঞ্জয় ॥ 29 ॥

প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য়াকার্য়ে ভয়াভয়ে ।
বংধং মোক্ষং চ যা বেত্তি বুদ্ধিঃ সা পার্থ সাত্ত্বিকী ॥ 30

যয়া ধর্মমধর্মং চ কার্য়ং চাকার্যমেব চ ।
অযথাবত্প্রজানাতি বুদ্ধিঃ সা পার্থ রাজসী ॥ 31 ॥

অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা ।
সর্বার্থান্বিপরীতাংশ্চ বুদ্ধিঃ সা পার্থ তামসী ॥ 32 ॥

ধৃত্য়া যয়া ধারয়তে মনঃপ্রাণেংদ্রিযক্রিয়াঃ ।
যোগেনাব্যভিচারিণ্যা ধৃতিঃ সা পার্থ সাত্ত্বিকী ॥ 33 ॥

যয়া তু ধর্মকামার্থাংধৃত্যা ধারয়তেঽর্জুন ।
প্রসংগেন ফলাকাংক্ষী ধৃতিঃ সা পার্থ রাজসী ॥ 34 ॥

যয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমেব চ ।
ন বিমুংচতি দুর্মেধা ধৃতিঃ সা পার্থ তামসী ॥ 35 ॥

সুখং ত্বিদানীং ত্রিবিধং শৃণু মে ভরতর্ষভ ।
অভ্য়াসাদ্রমতে যত্র দুঃখাংতং চ নিগচ্ছতি ॥ 36 ॥

যত্তদগ্রে বিষমিব পরিণামেঽমৃতোপমম্ ।
তত্সুখং সাত্ত্বিকং প্রোক্তমাত্মবুদ্ধিপ্রসাদজম্ ॥ 37 ॥

বিষয়েংদ্রিয়সংয়োগাদ্যত্তদগ্রেঽমৃতোপমম্ ।
পরিণামে বিষমিব তত্সুখং রাজসং স্মৃতম্ ॥ 38 ॥

যদগ্রে চানুবংধে চ সুখং মোহনমাত্মনঃ ।
নিদ্রালস্যপ্রমাদোত্থং তত্তামসমুদাহৃতম্ ॥ 39 ॥

ন তদস্তি পৃথিব্যাং বা দিবি দেবেষু বা পুনঃ ।
সত্ত্বং প্রকৃতিজৈর্মুক্তং যদেভিঃ স্য়াত্ত্রিভির্গুণৈঃ ॥ 40

ব্রাহ্মণক্ষত্রিয়বিশাং শূদ্রাণাং চ পরন্তপ ।
কর্মাণি প্রবিভক্তানি স্বভাবপ্রভবৈর্গুণৈঃ ॥ 41 ॥

শমো দমস্তপঃ শৌচং ক্ষাংতিরার্জবমেব চ ।
জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম্ ॥ 42 ॥

শৌর্য়ং তেজো ধৃতির্দাক্ষ্য়ং যুদ্ধে চাপ্যপলায়নম্ ।
দানমীশ্বরভাবশ্চ ক্ষাত্রং কর্ম স্বভাবজম্ ॥ 43 ॥

কৃষিগৌরক্ষ্যবাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম্ ।
পরিচর্য়াত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম্ ॥ 44 ॥

স্বে স্বে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ ।
স্বকর্মনিরতঃ সিদ্ধিং যথা বিংদতি তচ্ছৃণু ॥ 45 ॥

যতঃ প্রবৃত্তির্ভূতানাং যেন সর্বমিদং ততম্ ।
স্বকর্মণা তমভ্যর্চ্য সিদ্ধিং বিংদতি মানবঃ ॥ 46 ॥

শ্রেয়ান্স্বধর্মো বিগুণঃ পরধর্মোত্স্বনুষ্ঠিতাত্ ।
স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম্ ॥ 47 ॥

সহজং কর্ম কৌংতেয় সদোষমপি ন ত্যজেত্ ।
সর্বারংভা হি দোষেণ ধূমেনাগ্নিরিবাবৃতাঃ ॥ 48 ॥

অসক্তবুদ্ধিঃ সর্বত্র জিতাত্মা বিগতস্পৃহঃ ।
নৈষ্কর্ম্যসিদ্ধিং পরমাং সংন্যাসেনাধিগচ্ছতি ॥ 49 ॥

সিদ্ধিং প্রাপ্তো যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধ মে ।
সমাসেনৈব কৌংতেয় নিষ্ঠা জ্ঞানস্য় যা পরা ॥ 50 ॥

বুদ্ধ্য়া বিশুদ্ধয়া যুক্তো ধৃত্য়াত্মানং নিযম্য চ ।
শব্দাদীন্বিষয়াংস্ত্যক্ত্বা রাগদ্বেষৌ ব্য়ুদস্য চ ॥ 51 ॥

বিবিক্তসেবী লঘ্বাশী যতবাক্কাযমানসঃ ।
ধ্য়ানয়োগপরো নিত্য়ং বৈরাগ্যং সমুপাশ্রিতঃ ॥ 52 ॥

অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম্ ।
বিমুচ্য নির্মমঃ শাংতো ব্রহ্মভূয়ায় কল্পতে ॥ 53 ॥

ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাংক্ষতি ।
সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম্ ॥ 54 ॥

ভক্ত্যা মামভিজানাতি যাবান্যশ্চাস্মি তত্ত্বতঃ ।
ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনংতরম্ ॥ 55 ॥

সর্বকর্মাণ্যপি সদা কুর্বাণো মদ্ব্যপাশ্রয়ঃ ।
মত্প্রসাদাদবাপ্নোতি শাশ্বতং পদমব্যযম্ ॥ 56 ॥

চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মত্পরঃ ।
বুদ্ধিয়োগমুপাশ্রিত্য় মচ্চিত্তঃ সততং ভব ॥ 57 ॥

মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মত্প্রসাদাত্তরিষ্যসি ।
অথ চেত্ত্বমহংকারান্ন শ্রোষ্যসি বিনংক্ষ্যসি ॥ 58 ॥

যদহংকারমাশ্রিত্য় ন যোত্স্য ইতি মন্যসে ।
মিথ্য়ৈষ ব্যবসাযস্তে প্রকৃতিস্ত্বাং নিয়োক্ষ্যতি ॥ 59 ॥

স্বভাবজেন কৌংতেয় নিবদ্ধঃ স্বেন কর্মণা ।
কর্তুং নেচ্ছসি যন্মোহাত্করিষ্যস্যবশোঽপি তত্ ॥ 60

ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশেঽর্জুন তিষ্ঠতি ।
ভ্রামযন্সর্বভূতানি যংত্রারূঢানি মায়য়া ॥ 61 ॥

তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত ।
তত্প্রসাদাত্পরাং শাংতিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম্ ॥ 62 ॥

ইতি তে জ্ঞানমাখ্য়াতং গুহ্য়াদ্গুহ্যতরং ময়া ।
বিমৃশ্য়ৈতদশেষেণ যথেচ্ছসি তথা কুরু ॥ 63 ॥

সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ ।
ইষ্টোঽসি মে দৃঢমিতি ততো বক্ষ্য়ামি তে হিতম্ ॥ 64 ॥

মন্মনা ভব মদ্ভক্তো মদ্য়াজী মাং নমস্কুরু ।
মামেবৈষ্যসি সত্য়ং তে প্রতিজানে প্রিয়োঽসি মে ॥ 65

সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ।
অহং ত্বা সর্বপাপেভ্য়ো মোক্ষয়িষ্য়ামি মা শুচঃ ॥ 66

ইদং তে নাতপস্কায় নাভক্তায় কদাচন ।
ন চাশুশ্রূষবে বাচ্যং ন চ মাং যোঽভ্যসূয়তি ॥ 67 ॥

য ইমং পরমং গুহ্য়ং মদ্ভক্তেষ্বভিধাস্যতি ।
ভক্তিং ময়ি পরাং কৃত্বা মামেবৈষ্যত্যসংশয়ঃ ॥ 68 ॥

ন চ তস্মান্মনুষ্যেষু কশ্চিন্মে প্রিযকৃত্তমঃ ।
ভবিতা ন চ মে তস্মাদন্যঃ প্রিয়তরো ভুবি ॥ 69 ॥

অধ্যেষ্যতে চ য ইমং ধর্ম্যং সংবাদমাবয়োঃ ।
জ্ঞানযজ্ঞেন তেনাহমিষ্টঃ স্য়ামিতি মে মতিঃ ॥ 70 ॥

শ্রদ্ধাবাননসূযশ্চ শৃণুয়াদপি যো নরঃ ।
সোঽপি মুক্তঃ শুভাఁল্লোকান্প্রাপ্নুয়াত্পুণ্যকর্মণাম্ ॥ 71 ॥

কচ্চিদেতচ্ছ্রুতং পার্থ ত্বয়ৈকাগ্রেণ চেতসা ।
কচ্চিদজ্ঞানসংমোহঃ প্রনষ্টস্তে ধনংজয় ॥ 72 ॥

অর্জুন উবাচ
নষ্টো মোহঃ স্মৃতির্লব্ধা ত্বত্প্রসাদান্ময়াচ্যুত ।
স্থিতোঽস্মি গতসংদেহঃ করিষ্যে বচনং তব ॥ 73 ॥

সঞ্জয় উবাচ
ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ ।
সংবাদমিমমশ্রৌষমদ্ভুতং রোমহর্ষণম্ ॥ 74 ॥

ব্যাসপ্রসাদাচ্ছ্রুতবানেতদ্গুহ্যমহং পরম্ ।
যোগং যোগেশ্বরাত্কৃষ্ণাত্সাক্ষাত্কথযতঃ স্বযম্ ॥ 75

রাজন্সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদমিমমদ্ভুতম্ ।
কেশবার্জুনয়োঃ পুণ্যং হৃষ্যামি চ মুহুর্মুহুঃ ॥ 76 ॥

তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপমত্যদ্ভুতং হরেঃ ।
বিস্ময়ো মে মহান্রাজন্হৃষ্য়ামি চ পুনঃ পুনঃ ॥ 77 ॥

যত্র যোগেশ্বরঃ কৃষ্ণো যত্র পার্থো ধনুর্ধরঃ ।
তত্র শ্রীর্বিজয়ো ভূতির্ধ্রুবা নীতির্মতির্মম ॥ 78 ॥

।। ওং তত্সদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসূপনিষত্সু ব্রহ্মবিদ্য়ায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে মোক্ষসংন্যাসয়োগো নামাষ্টাদশোঽধ্যায়ঃ ॥

অষ্টাদশ অধ্যায়ের মূল বিষয়বস্তু:
সন্ন্যাস ও ত্যাগ: শ্রীকৃষ্ণ কর্মফল ত্যাগের ওপর জোর দিয়েছেন, যা সাত্ত্বিক ত্যাগ ।
গুণানুসারে কর্ম: জ্ঞান, কর্ম, কর্তা, বুদ্ধি, ধৈর্য ও সুখের ত্রিগুণাত্মক ভেদ ব্যাখ্যা করা হয়েছে ।
বর্ণাশ্রম ধর্ম: নিজ নিজ স্বভাবজাত কর্ম (স্বধর্ম) পালনের মাধ্যমে মোক্ষলাভের পথ দেখানো হয়েছে।
চূড়ান্ত উপদেশ (শ্লোক ১৮.৬৬): “সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ…” – অর্থাৎ সমস্ত বিধি-নিষেধ ত্যাগ করে শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়াই হলো সর্বোচ্চ ধর্ম । 
এই অধ্যায়ের শেষে অর্জুনের মোহ দূর হয় এবং তিনি কৃষ্ণকে আত্মসমর্পণ করেন ।  যেখানে কৃষ্ণ ও অর্জুন আছেন, সেখানেই বিভূতি, বিজয় ও নীতি অটল থাকে ।।

Previous Post

নেতাজীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এক বামপন্থীর নাম ভগতরাম ওরফে ব্রিটিশ বেতনভুক স্পাই “সিলভার”

No Result
View All Result

Recent Posts

  • শ্রীমদ্ভগবদ্গীতা মূলম্ – অষ্টাদশ অধ্যায়ঃ  : শ্রীমদভগবদগীতার সারসংক্ষেপ
  • নেতাজীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এক বামপন্থীর নাম ভগতরাম ওরফে ব্রিটিশ বেতনভুক স্পাই “সিলভার”
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে ২৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে বাংলাদেশ, আজ কঠোর সিদ্ধান্ত নিতে পারে আইসিসি 
  • ঢুকে গেছে মার্কিন রণতরী, ইসরায়েলও প্রস্তুত, আজ রাতেই হতে পারে ইরানের উপর হামলা ; ইরান বলছে : “আমরাও রেডি” 
  • “স্কুলে ৫০% শতাংশের উপর মুসলিম বাচ্চা থাকায় কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে পুজো বন্ধ করে দিল” : চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.